আমাদের কথা খুঁজে নিন

   

অন্তরঙ্গ আলাপনঃ আজকের অতিথি টীংকু (ঈদ স্পেশাল)

আমার জন্য বেদনারা দরজা খুলে দাড়িয়ে থাকে; আমি ভেতরে ঢুকতেই ওরা আমাকে জড়িয়ে ধরে, আমাকে নিয়ে খেলা করে,আদর করে,চুমু খায়, আর আমি নীরবে কেঁদে উঠি; আজ কোথায় তুমি,ও আমার সুখ গৃহিণী।
প্রিয় সহব্লগার ভাই ও বোনেরা আপনারা সকলেই জানেন, আমাদের সকলের খুব প্রিয় ব্লগার বটবৃক্ষের একটি পোষা বিড়াল রয়েছে যার নাম টীংকু। হ্যাঁ অল্পদিনের ভেতর ব্লগার বটবৃক্ষের মত তার অতীব আদরের এই টীংকু দেখতে দেখতে কেমন করে যেন আমাদের সকলের কাছেও অত্যন্ত আদরের হয়ে উঠেছে। আর সেই ভালোবাসা থেকে রাত পোহালেই আমাদের জন্য যে আনন্দের ঈদ অপেক্ষা করছে সেই আনন্দকে আরও আনন্দঘন করে তোলার জন্য আজকে টীংকুকে নিয়ে বিশেষ অন্তরঙ্গ আলাপনের ব্যাবস্থা করা হয়েছে। যদিও এই অন্তরঙ্গ আলাপন আমাদের সকলের প্রিয় ব্লগার স্নীগ্ধ শোভন চালিয়ে আসছেন কিন্তু তার অনুমতি না নিয়ে আমিই আজকের এই বিশেষ অন্তরঙ্গ আলাপনে টীংকুকে আমন্ত্রন জানিয়েছি।

আপনারা সবাই টীংকুকে প্রশ্ন করুন। টীংকুর হয়ে উত্তরের জন্য সাহায্য করছেন ব্লগার বটবৃক্ষ। হয়ত অনেকেই আমরা টীংকুর ভাষা বুঝতে সক্ষম হতে নাও পারি তাই দোভাষী হিসেবে আমাদের সাহায্য করছেন ব্লগার বটবৃক্ষ। তবে ফান পোস্ট হিসেবে কেউ এই পোস্ট সম্পর্কে ভেবে নিলেও আমি বিন্দু মাত্র কিছু মনে করবো না। এছাড়া টীংকু কে পেতে হলে আপনারা ঘুরে আসতে পারেন ওর ব্লগ থেকে নীচের লিঙ্কটির মাধ্যমে।

টীংকু টীংকুকে স্বাগতম। - কেমন আছো টিংকু ? - ম্যায়াও - আজকে কি খেয়েছো ডিনারে ? - ম্যায়াও ম্যায়াও ম্যায়াও নাহ এই ভাষা বোঝা আমার সাধ্যের বাইরে তাই আমি আর আপাতত কোন প্রশ্ন না করে আপনাদের কে প্রশ্ন করার অনুরোধ জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারাক।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.