আমাদের কথা খুঁজে নিন

   

ছুটির দিনের কড়চা: এক অন্তরঙ্গ সানি্নধ্যে

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

সবাইকে স্বাগত শুক্রবারের ছুটির দিনের কড়চায়। আজকের বিষয় একান্ত আপনজনের অন্তরঙ্গ সানি্নধ্যে এক অপরাহ্ন। যাদের প্রতি অনেক ভালবাসা, শ্রদ্ধা ও স্মৃতি জমে আছে তাদের একান্তে পাওয়ার আনন্দ অনেক বেশী। বেশ কিছুদিন থেকে পরিকল্পনা করে শেষ পর্যন্ত গেল সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের আমার প্রিয় শিক্ষক তার পরিবার নিয়ে আমার বাসায় বেড়াতে আসলেন। আমরা এক সাথে দুপোরের খাবার খেলাম।

বহু বছর আগের ফেলে আসা স্মৃতিগুলো স্যারের একান্ত সানি্নধ্যে আবারও সজীব ও প্রাণবন্ত হয়ে উঠল। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় এই জাঁদরেল অধ্যাপকের সামনে আমরা কথা বলতেও ভয় পেতাম। কিন্তু আজ এতো বছর পর এরকম অন্তরঙ্গ পরিবেশে অসম্ভব আপন মনে হচ্ছিল। খাবার শেষ হয়েছে। তার পরেও ডাইনিং টেবিলে বসে হাত না ধুয়েই গল্প করছি।

একসময় খালাম্মা (স্যারের স্ত্রী) এসে হুমকি-ধামকি দিয়ে আমাদেরকে টেবিল থেকে তুললেন। হাত ধুয়ে এসে আবারও গল্প। শিক্ষকতার গল্প। বিশ্ববিদ্যালয়ে লেখা পড়ার হালচাল নিয়ে গল্প। ব্যাঙ্গের ছাতার মতো জেগে উঠা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গল্প।

গবেষণাহীন জ্ঞান চর্চার গল্প। অবসর জীবনের গল্প। নাগরিক জীবনের অস্থিরতার গল্প। বিদু্যৎ, পানি আর ফোন বিল নিয়ে বিড়ম্বনার গল্প। আমি তন্ময় হয়ে স্যারের গল্প শুনে যাচ্ছি।

বেলা গড়িয়ে সন্ধ্যা চলে আসে। আমি নিজের হাতে এক কাপ চা বানিয়ে স্যারকে পরিবেশন করতে করতে ভাবি, সত্যি আমি খুব ভাগ্যবান। ক'জনার ভাগ্যে এরকম বিরল সুযোগ ঘটে যাকে খুব ভালবাসি ও শ্রদ্ধা করি তাকে নিজের হাতে একটু যত্ন করার। কি অদ্ভূত আত্মিক সম্পর্ক যেখানে কোন দেনা-পাওনা আর চাওয়া-পাওয়ার হিসেব-নিকেশ নেই! আছে অনেক ভালবাসা, শ্রদ্ধা, আর মমত্ব। একসময় বিদায়ের পালা চলে এলো।

হয়তো বা আবারও আমরা একএিত হবো। ঠিক ততক্ষণ পর্যন্ত নিজের একান্ত ভাবনায় বাজতে লাগল: "যে-কেহ মোরে দিয়েছ সুখ দিয়েছ তাঁরি পরিচয়, সবারে আমি নমি। যে-কেহ মোরে দিয়েছ দুখ দিয়েছ তাঁরি পরিচয় সবারে আমি নমি\ যে কেহ মোরে বেসেছ ভালো জ্বেলেছ ঘরে তাঁহারি আলো, তাঁহারি মাঝে সবারি আজি পেয়েছি আমি পরিচয়, সবারে আমি নমি\ যা-কিছু কাছে এসেছে, আছে, এনেছে তাঁরে প্রাণে, সবারে আমি নমি। যা-কিছু দূরে গিয়েছে ছেড়ে টেনেছে তাঁরি পানে সবারে আমি নমি। জানি বা আমি নাহি বা জানি, মানি বা আমি নাহি বা মানি, নয়ন মেলি নিখিলে আমি পেয়েছি তাঁরি পরিচয়, সবারে আমি নমি"\ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।