একটি ভাস্বর দিন নীরবে উত্তীর্ণ করে
জীবন্মৃত অতনু দেহের ঘোর
অপার শুশ্রূষায় উষ্ণ হয়ে ওঠে মৃতপ্রায় কোষের পরমাণু
অন্তরঙ্গ মননের বিভা।
দ্বিধার বিপরীতে একটি অমোঘ যাত্রা
তুলে আনে শূন্যের ভেতর থেকে অর্জনের
একেকটি মন্ত্রমুগ্ধ দিন।
আমাদের ভয়ার্ত,শ্বাপদসংকুল-গলাকাটা সময়
উজ্জল আলোর দীপ হয়ে জ্বলে উঠেছিল
আকাশের যকৃতের লালটুকু জুড়ে;
আমাদের ফেনায়িত ভাতের মতো সুখে
হামাগুড়ি দিয়ে এসে নেমেছিল নীলচে সবুজ মার্বেল।
একটি দ্বিধাহীন পতাকা উড়েছিল ত্রিশ লক্ষ বুক ফুঁড়ে ফুঁড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।