গল্পের প্রয়োজনে তারা একটি বিশেষ চুম্বনদৃশ্যে অভিনয় করছেন বলে গ্লিটজকে জানান মিনহাজ।
মিনহাজ বলেন, ৪ টেকে ৩ সেকেন্ডের ওই চুম্বনদৃশ্য ধারণ করা হয়।
মিনহাজ বলেন, “চুম্বনদৃশ্যটি গল্পের প্রয়োজনে রাখা হয়েছে। দৃশ্যধারণের সময় আমান ও মিমো দুজনেই স্বাভাবিক ছিলেন। ”
এখন ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং চলছে।
এ সিনেমাতে আমান অভিনয় করছেন পুলিশ অফিসার আদিত্য মাহমুদের চরিত্রে, মিমো অভিনয় করছেন সারাহ চৌধুরীর চরিত্রে।
মিনহাজ কিবরিয়া গ্লিটজকে জানান, আদিত্য মাহমুদ চরিত্রের মাধ্যমে একজন দায়িত্ববান পুলিশ কর্মকর্তার নিষ্ঠা ও দেশপ্রেম দেখানো হবে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আদিত্য। তার অভিযানের মধ্যে একদিন দেখা হয় সারাহর সঙ্গে। সারাহর সঙ্গে বন্ধুত্ব গড়ায় প্রেমে।
তাদের ভালোবাসার গল্পে নানা সংঘাত, সংঘর্ষের গল্প নিয়ে এগিয়ে যায় সিনেমার কাহিনি।
এ সিনেমাতে চারটি গানের সংগীতায়োজন করেছেন ভারতের সুরকার বাপ্পি লাহিড়ি। সিনেমাটিতে থাকছে একটি আইটেম গানও।
ওদিকে, মিনহাজ কিবরিয়া পরিচালিত প্রথম সিনেমা ‘ত্যাগ’-এর নাম বদল হয়েছে। সিনেমাটি এখন ‘সুরিনগর’ নামে মুক্তি পাবে বলে জানান তিনি।
মিনহাজ কিবরিয়া এবং মুনমুন মহসিন নায়লা অভিনীত সিনেমাটির শুটিং শেষ হয়েছে মঙ্গলবার।
‘সুরিনগর’ সিনেমাটি আগামী সপ্তাহে সেন্সরে যাবে বলে জানালেন মিনহাজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।