আহমেদ ইমতিয়াজ বুলবুল, দেশে এমন খ্যাতিমাণ লোক কমই জন্মায়। তার চেহারা দেখতে আমার এক মামার মত। মামার নাম সুজিত কুমার নন্দী। তাই বুলবুল ভাইকে দেখলেই সেই মামার চেহারা চোখে ভাসতো। কাল থেকে আজ পর্যন্ত আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাইয়ের হত্যাকান্ড নিয়ে নানা কানাঘুষা এবং সংবাদ গুলো দেখছিলাম।
আজ বিভিন্ন পত্রিকায় আরো খবর বেরিয়েছে। হয়তো কাল পর্যন্ত আরো তথ্য বেরুবে। আহমেদ ইমতিয়াজ বুলবুল তার ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকে যেভাবে দায়ী করলেন তা আমাকে ব্যথিত করেছে। সংবাদ মাধ্যম এবং পুলিশ বলছে হত্যাকারী বা হত্যার মোটিভ সম্পর্কে তারা এখনো কিছু ধারনা করতে পারছেন না। কিন্তু বুলবুল ভাইতো স্পষ্ট বলছেন, তার ভাইকে জামাত-শিবির খুন করেছে বলে তার ধারণা।
পুলিশ কেন তাকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করছে না বা তার এ ধারণার মূল ভিত্তি কি তা তার কাছে জানতে চাচ্ছেনা ? কি এক অদ্ভুত দেশে বাস করছি আমরা ? বুলবুল ভাই নিশ্চয়ই কোন ক্লু বা তথ্য জানেন, তা না হলে তিনি সাথে সাথে কিভাবে বললেন তার কারণেই তার ভাইয়ের এ করুণ পরিণতি। বুলবুল ভাই প্লিজ জানান, আপনার ধারণার পেছনে কারণ টি কি? তা না হলে ব্লেম গেইমের যে ঘৃণ্য কালচার আমাদের কে দিন দিন আচ্ছন্ন করছে আপনার মত সৃষ্টিশীল মহাপুরুষের কপালেও কলংকের তিলক এটে যাবে চিরদিনের জন্য। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।