আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?
রক্তজবার লালে রাঙ্গানো সুর্য দেখে আঁতকে উঠি আমি,
নিরবিচ্ছিন্ন রাতের বুক চিড়ে
অলৌকিক এই আলোকছটা আমায় নিয়ে যায় অন্তপুরে;
আমি ভাবি...
অশান্ত পৃথিবীর বুক চিড়ে আর্তনাদ আর
দগদগে ঘাঁয়ের মাঝে দৃশ্যমান
চুয়ে চুয়ে বেয়ে পড়া রক্ত,
ভয়ঙ্কর সৌন্দর্যের এই পৃথিবী আর পৃথিবীর মানুষ।
আমি হেঁটে চলি নিরন্তর পথে
বারুদ আর ক্ষেপনাস্ত্রের মন্ত্রমুগ্ধ টানে,
ধোয়াচ্ছন্ন বাতাসে লাশের মোহনীয় গন্ধে
উন্মাদ হয়ে যাই আমি।
বুক চিড়ে বের করে আনি সভ্যতার হৃদপিন্ড;
বারংবার মরে যাই, আবার বেঁচে উঠি নতুন করে,
অনাগত দিনের ভাবনা আমায় পুলকিত করে
কেটে চিড়ে ছুড়ে ফেলি সভ্যতাকে
আর মেতে উঠি পোষ্টমর্টেম-এ।
জয়গান আর হাততালির ভীড়ে ঘুরপাক খায় আমার সৃষ্টিশীলতা
আরো কিছু জীবন, আরো কিছু লাশ চাই,
আরো বারুদ, আরো ক্ষেপনাস্ত্র চাই সুন্দর পৃথিবীর জন্য।
অর্বাচীন হেঁটে যাক...
আলসেমির মাঝে ঘুরপাক খাক জাগতিক সৌন্দর্য
জীবন চাই জীবন, নতুন তাজা কিছু জীবন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।