আমাদের কথা খুঁজে নিন

   

সভ্যতার কালো তিল

ব্যক্তিগত জীবনে আমি একজন "কম্পিউটার সিষ্টেম এডমিনিষ্ট্রটর", এর বাইরেও একটি জগত আছে যা আমি ক্রমন্ময়ে উপস্থাপন করব । আপনারা শুধু এইটুকু সুযোগ দিবেন আশা করছি। ধন্যবাদ ।

পরিচ্ছন্ন শহর বেওয়ারিশ কুকর নিধনের জন্যে মাইকিং চলছে হত বিহবল নেত্রে দেখছে কিছু নির্বাক কুকুর নাম মাত্র মুল্যে মুছে যাবে কিছু জীবনের নিশানা স্তব্ধ হয়ে যাবে চিরদিনের জন্য ঘেঁউ ঘেঁউ শব্দ আর মালিকের প্রতি আনুগত্যতা না এটা হতে পারে না কিছুতেই... কেউ না কেউ তার গলায় ঝুলিয়ে দেবে বুলেট প্রুফ ফিতা সেই আশায় ঘোরে এঘর থেকে ওঘরে সকাল থেকে সন্ধা তার আর গলায় ফিতে বাধা হয়না হয়না জীবনকে নিয়ে সঙ্গিনীর সাথে আতস বাজির খেলা চোখ ঝাপসা হয়ে আসে, ভেসে ওঠে কয়েক মুহুর্তের স্মৃতিপত্র গ্রামীণ জীবন, যেখানে খাবারের টানা পোড়ান ছিল ঠিকই কিন্ত ছিল না অবান্ঞ্চিত মৃত্যর বিড়ম্বনা আরো কত ‍ভাবনার বুদ বুদ ওঠে, সহসা খেই হারিয়ে ফেলে তারপর যা হবার তাই হয়, ‍কয়েয়টি ‍বেওয়ারিশ আওয়াজ... নিরব নিশ্তব্ধ দেহ পড়ে থাকে অন্যসব কুকুরের মধ্যে অন্য এক জীবন্ত সভ্যতার বলি হয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।