গলা টিপে ধরা দ্বীর্ঘশ্বাসেরাও ক্লান্ত বোধহয়
হতাশারাও বিরক্ত একঘেয়েমিতে,
সেই একই একাকিত্বের প্রহর বেয়ে বয়ে যাওয়া
নিশিজাগা রাত গুলোর একই পরিণতি...
শিস্ন থেকে খসে পড়া মাংস পিন্ড রূপী ইচ্ছেরা
কিংকর্তব্যিবমূঢ়তায় স্থবির প্রহরের পাহারায়
খুঁজে ফেরে হারানো বোধ, এরপরও আজ
তথাকথিত সুখ নয়, একটু স্বস্তির আশায়
একবার কাঁদতে চাই...
মন খুলে...প্রাণ জুড়িয়ে কাঁদতে চাই
ধুর শালা, কান্নাও আসে না
হয়ত পিচাশীয় নগরযন্ত্র অনুভূতিটাকেও খুন করেছে
আর ছিনতাই করেছে অশ্রু।
একেই কি নাগরিক মানবিকতা বলে...?
তা'ই হবে...কিন্তু আমি যে এই প্রহর গুলোকে
সভ্যতার অসভ্যতা ছাড়া কিছু ভাবতে পারিনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।