ভাঙ সকল নিয়ম কানুন, রাষ্ট্র-নীতি।
রক্তে আজ ভীষন দাবানল,
ভয়াবহ এক সোনালী অসুখে মগ্ন হৃদয়।
মুর্খের দল,
কত আর চতুরতা?
চোখে তোদের আর কতদিন লোভ-লালসা?
হায়রে তোদের ধর্মের পাগলামী!
তোদের ঈশ্বর এক বদ্ধ পাগল,
যৌনাচারে অক্ষম পুরুষ
বসে বসে ফাঁদে তাই ধর্ম নামের গোপন ষড়যন্ত্র।
ভাঙ সকল অবিশ্বাস,
ভেঙে ফেল বেজন্মা সভ্যতাকে।
আমাদের ঘরগুলো’তে বাস করে,
সব মনসার সাপ।
ভালো মানুষের মুখোশে ঢাকা পশুগুলোই
আমাদের নাকি আপন স্বজন, বন্ধু-প্রিয়!
শালা সব ফাউল!
ইবলিশগুলা ভন্ডামীর আড়ালে,
লুকিয়ে রাখে নিজেদের হিংস্র মুখ।
ভাঙ সব সামাজিক বাঁধা, বেহায়াপনা,
ক্ষমতাসীন যত খল নেতৃত্ব।
খুলে ফেল সেই সব শকুনের চোখ
পায়ের তলায় পিষে যারা
খুন করছে মানুষের সুখ-স্বপ্ন।
২৬.০৮.২০১০ (ছবিরহাট, শাহবাগ)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।