আমাদের কথা খুঁজে নিন

   

সভ্যতার মুখোশগুলো

জিনিয়াস কিংবা এক্সট্রা-অর্ডিনারি না হতে পারার দূ:খ কখনই আমাকে কষ্ট দেবার সুযোগ পায়নি আর আমি সাধারনের মাঝে একজন একজন অতিসাধারন, আমার মেধাবি গাধা হবার কোন ইচ্ছা নাই। আর এভাবেই আমি কাটিয়ে দিতে চাই আমার জিবন্টা, আমি নীল আমার এই আমাকে নিয়ে অনেক সুখি। অশ্লীল আর স্তব্ধ জমাট আঁধারে ঘুমিয়ে পড়েছে ধরণী,ঘুমিয়েছে যান্ত্রিক সভ্যতার মুখোশগুলো...শুধু আমি হেঁটে চলি কেন্দ্রহীন কোন বৃত্তের মায়াজালে...মাঝে মাঝে দুর হতে ভেসে আসে করুণ কিছু অচেনা আর্তচিৎকার ...নিঃসঙ্গ মরছে ধরা লাম্পপোস্টের আলোয় নিজেকে বড় ধোয়াটে লাগে...হঠাৎ ঘুম ভাঙ্গা কাকের ডাকে কেঁপে উঠে বুক! হুঁশ হুঁশ করে দানবগুলো পালাতে চায় মাতাল কোন নিষ্ঠুরতার কাছ থেকে...নিশিকন্যার বিষণ্ণ অজানা চোখের গুণ ...আর রাতের অতিথির ঘোলাটে দৃষ্টি একটু ভাবায় আমায়...আমার স্মৃতিগুলো ঘুমিয়ে পড়তে চায়...স্বপ্নগুল ো আজ বড় খাপছাড়া হয়ে গেছে,...ঘুমগুলো আশে পাশে ছায়ার আড়ালে ঘাপটি মেরে লজ্জা মাখা চোখে তাকায় আমার পানে! ! ! রাত আজ নিয়েছে আড়ি,ঝরে যাওয়া শিশিরের বিকৃত আবেগে,সব বদলে যাওয়া ছায়ার ভিড়ে...আজ আমি সভ্যতার মুখোশ পড়া ...কৃত্রিম মানব! পচে জাওা কালো রক্তের স্রোতে আমি আমার পথ খুঁজে যাই ....


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।