নাজমুল ইসলাম মকবুল
কুশপুত্তলিকা দাহ করেছেন আইনজীবীরা : বিচার বিভাগ ধ্বংসের দায়ে খায়রুল হকের একদিন বিচার হবে : সুপ্রিমকোর্ট বার
সংবিধান লণ্ডভণ্ড করে দেশকে গভীর সঙ্কটের মুখে ফেলে দেয়ার অভিযোগে সদ্য বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের কুশপুত্তলিকা দাহ করেছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। গতকাল বেলা সোয়া ১টায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে শত শত আইনজীবী খায়রুল হকের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা খায়রুল হকের কুশপুত্তলিকায় আগুন দেন। আইনজীবী সমিতির নেতারা বলেন, বিচারপতি খায়রুল হক অত্যন্ত ঠাণ্ডামাথায় সংবিধান ধ্বংস করে দেশ ও দেশের জনগণকে দারুণ নিরাপত্তাহীনতায় ফেলে দিয়ে গেছেন। তার দেয়া সব রায়ই ছিল রাজনৈতিক স্টান্টবাজি।
যুগ যুগ ধরে জাতি তাকে ঘৃণা করে যাবে। দেশবাসীর সামনে খায়রুল হক নামটি এখন একটি ঘৃণিত নাম হিসেবে চিহ্নিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই বিচারপতি খায়রুল হককে তার সিনিয়র বিচারপতিকে ডিঙিয়ে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়। পুরো ৭ মাস তিনি সরকারের প্রতি কৃতজ্ঞ থেকেই তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে বিদায় নিয়েছেন। বিচারপতি খায়রুল হক দেশের বিচার বিভাগের যে অপূরণীয় ক্ষতি করে গেছেন, আগামী অর্ধ শতাব্দীতেও তা পূরণ হওয়ার নয়।
সংবিধানকে খণ্ডবিখণ্ড করে তিনি দেশকে গভীর সঙ্কটে ফেলে দিয়ে গেছেন। তাই আজ আমরা তার কুশপুত্তলিকা দাহ করে গোটা দেশবাসীর পক্ষ থেকে তীব্র ঘৃণা প্রকাশ করছি। তিনি বলেন, দেশের সাধারণ বিচারপ্রার্থীদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করার অপরাধে বিচারপতি খায়রুল হককেও একদিন দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, খায়রুল হক নিজের নাম জাহিরের জন্য জাতির সর্বনাশ করে গেছেন। তিনি পরিকল্পিতভাবে সংবিধানকে খণ্ডবিখণ্ড করে জাতিকে গভীর অন্ধকারে ঠেলে দিয়ে গেছেন।
তিনি শপথ ভঙ্গ করেছেন। এজন্য তাকে শাস্তি পেতে হবে। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, বিচারপতি খায়রুল হক তার অপকীর্তির জন্য ঘৃণা অর্জন করেছেন। আইনজীবীরা আজ তার কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানাচ্ছে। আমরা আশা করছি সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আইন ও তার শপথের প্রতি শ্রদ্ধা রেখে দেশের বিচারপ্রার্থীদের জন্য কাজ করবেন।
আমরা তাকে সব ধরনের সহযোগিতা দেব। আর তিনিও যদি বিদায়ী প্রধান বিচারপতির পদাঙ্ক অনুসরণ করে মানুষকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করেন কিংবা বিচারপতি খায়রুল হকের মতোই সরকারের পদলেহন করেন তাহলে তার জন্যও একই পরিণতি অপেক্ষা করবে। আমরা বার ও বেঞ্চের সুসম্পর্কে বিশ্বাসী। তবে অন্যায় বা বেআইনি কিছু হলে আমরা বসে থাকব না। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বিচারপতি খায়রুল হক বাংলাদেশের বিচার ইতিহাসে একজন কুলাঙ্গার ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন।
তাকে জাতি ঘৃণার সঙ্গেই মনে রাখবে।
সমাবেশে আরও বক্তৃতা করেন নিতাই রায় চৌধুরী, বারের সহ-সভাপতি আসাদউল্লাহ আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মামুন, কোষাধ্যক্ষ ফাহিমা নাসরিন মুন্নি, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, তাজুল ইসলাম, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, ফেরদৌস আক্তার ওয়াহিদা, গোলাম কিবরিয়া প্রমুখ।
সুত্র: আমার দেশ
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।