নোয়াখালীর জেলা প্রশাসক মিজানুর রহমানের বদলীর ঘটনায় টানা দুই দিনের অসন্তোষ শেষ পর্যন্ত বিক্ষোভে রূপ নিয়েছে। বদলির আদেশ বাতিলের দাবিতে গতকাল বুধবার বিক্ষুব্ধ লোকজন এবং আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রধান সড়কের টাউন হল মোড় থেকে জেলা আওয়ামীলীগ কার্যালয় পর্যন্ত দুই সারীতে দীর্ঘ মানববন্ধন রচনা করে বিক্ষোভকারীরা। একই সময়ে মিথ্যা তথ্যদিয়ে নোয়াখালীর উন্নয়ন বাধাগ্রস্থ করার অভিযোগে পুলিশের সাবেক ডিআইজি ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা’র (এনএসআই) পরিচালক সফিক উল্যার অপসারনের দাবিতে বিভিন্ন শ্লোগান এবং তিনটি কুশপত্তলিকা দাহ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে দশটা থেকে তুমুল বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের শত শত কর্মী-সমর্থক মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হন।
সকাল এগারটায় ক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা শহরের প্রধান সড়ক অবরোধ করে টাউনহল মোড় থেকে জেলা জামে মসজিদ মোড় পর্যন্ত মাননবন্ধন রচনা করে। এসময় সড়কের দুইদিকে অসংখ্য যানবাহন আটকা পড়লে যাত্রীরা সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েন।
আন্দোলনকারীরা জানান, নোয়াখালীর উন্নয়ন এবং আওয়ামীলীগের রাজনীতির সাথে কোন সম্পৃক্ততা নেই এমন ব্যক্তিরদের অযাচিত হস্তক্ষেপে জেলা প্রসাশনে প্রায়ই অস্থিরতা দেখা দেয়। যারফলে একদিকে যেমন উন্নয়ন বিঘিœত হয় অপরদিকে সরকারী কর্মকর্তাদের মাঝেও অসন্তোষ দেখা দেয়। জেলা প্রশাসকের আকস্মিক এই বদলিও সেই ধরণের ঘটনার ধারাবাহিকতা।
উল্লেখ্য, গত ১৬ আগষ্ট সংস্থাপন মন্ত্রালয়ের এক প্রজ্ঞাপনে নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমানকে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব পদে বদলি করে তাঁর স্থলে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব সিরাজুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।
#
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।