বালকেরা চলে গেছে যে যার মতো নিজস্ব ভুবনে শুধু বালিকারা আছে ঝরে পড়া শিউলিতলায় ভাঙনকালে পরিসীমার বাইরে যারা যারা ছিল সম্পর্কের আকাশ জুড়ে তারাও হেঁটে গেছে স্বেদ-গন্ধমাখা মায়াবী দুপুরে। যারা সূক্ষ্ণ টাল খেয়ে থেমে গিয়েছিল অতলান্ত শূন্য খাদ দেখে তারাও কী অনায়াসে পরিত্যক্ত স্রোতে মিশে যাচ্ছে 'খাঁড়ির মুখে উল্টে দিচ্ছে কচ্ছপের খোলা' ভেসে যাচ্ছে সম্ভাবনার খালি বোতল-আলোর সম্ভ্রম আকাঙ্ক্ষার মৃত ধোঁয়া আর জলনিমগ্ন আগ্নেয়গিরি অসংখ্য শূন্য, শুধুই শূন্য খুব পাখসাটে উড়ে যাচ্ছে হেমবর্ণ মরুঝড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।