নমস্কার বন্ধুরা,
আজ আমি একটি মজাদার game-এর site দিতে যাচ্ছি, আমরা প্রায় সবাই গেম পাগল, আমরা প্রায় সবাই ক্লাসিক গেম খেলতে ভালবাসি তাও আবার pc তে,কারণ এই ধরনের ক্লাসিক গেম আমাদের শৈশব জীবন স্মরণ করিয়ে দেয়,কিন্তু কোথা থেকে আমরা এই গেমগুলি খুজে পাবো,বা যদি আমরা খুঁজেও পাই,তবুও আমরা সঠিক emulator-এর অভাবে আমরা তা খেলতে পারি না,,, সঠিক emulator-এর জন্য এদিক-ওদিক ঘুরে বেরাতে হয়, তবে আর নয়, আমি যে siteটি দিব সেখান থেকে আপনারা emulator সহ অসংখ্য play station, N64, Nes game সহ আরো অসংখ্য game পেয়ে যাবেন,,
যে সাইটের কথা আমি বলেছিলাম তা হল--------
http://www.freeroms.com/
ডাউনলোডের প্রক্রিয়া:---
1).আপনি siteটি খুললে দেখতে পাবেন বাম দিকে উপরে Free Roms লেখা রয়েছে,এবং ঠিক তার নীচে কী ধরনের গেম খেলবেন তার লিস্ট দেওয়া রয়েছে,,
2).এরপর আপনার পছন্দের গেমে ক্লীক করুন ,,এখন দেখবেন যে পেজটি খুলল তার মাঝখানে A B C D বলে গেমের লিস্ট করা আছে,, ঠিক তার ওপরে হলুদ-কমলা রংয়ের বক্সে emulator-এর ডাউনলোডের অপশন দেওয়া হয়েছে,,আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারেন..
এবং হ্যাঁ,,আলাদা আলাদা গেমের জন্য আলাদা আলাদা emulator-ডাউনলোড করে নিবেন
আজ তাহলে এ পর্যন্ত,, আশা করি আপনাকে এটা সাহায্য করবে ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।