আমাদের কথা খুঁজে নিন

   

অসংখ্য এই একজীবন

সময় পিছু নিয়েছে, দেখছে কার কি পরিচয়...

ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কথা বলা যায় এ কথা নিজের সঙ্গে নিজের। কেউ প্ররোচিত হোক তা চাইছি না কেউ হবে না কারো মতো-হতেও পারবেনা। কথা টা যেন-সব জীবনই এক জীবনের মতো, শান্তি আর সমস্যায় ঘেরা। আমি দেখেছি শরীরে শরীরে ক্ষুধা বেড়েছে, অসংখ্যবার শারীরের ঘর্ষণেও শান্ত হয়ে আসেনি কোনো চেতন। কারণ আমি জেনেছি -সব জীবনই এক জীবন আত্মযন্ত্রণায় ভুগছেও বিস্তর কামার্ত যে অবাধ্যের মতো শান্তি হারায়। আর আমি চাইনি এই দর্শন স্তব্ধ করে দিক আমার অনুচ্চারিত কথা, আমি আমার কথা নিয়ে দাঁড়াতে চাই ঐখানে -যেখানে আমি এসেছি কথা বলতে। আমি আমার কথা বলতে চাই বলতে চাই- এই যুদ্ধ জিতেছি নিজের সঙ্গে। আমি চাই-শান্ত হয়ে থাকুক হৃদয় আর আমি জেনেছি -সব জীবনই এক জীবন...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।