তোমার ই-মেইলের ভাষা ও অক্ষরগুলো
যেন অসংখ্য নক্ষত্রের ঠোঁট
আর এই ঠোঁটগুলো অজস্র চুম্বন হয়ে ছুটে আসছে উপগ্রহ থেকে;
দলবদ্ধ মৌমাছির মতো গুনগুন করছে আকাশ জুড়ে।
অথচ আমার এই প্লেটোনিক চুমু
নিকোটিন রাঙানো তোমার দৃঢ় ঠোঁটে
কী দ্রুত পৌঁছে যায়
সেন্ড-ট্যাব-এ ক্লিক নয়,মাইক্রোওয়েভ নয়
অন্য এক মননের টেলিপ্যাথি তারে।
আসন্ন বৃষ্টির মতো প্রচ্ছন্ন পরিপ্রেক্ষিতের মতো
আচ্ছন্ন দুপুর কি সন্ধ্যার তারতম্য ছিঁড়ে
অশরীরী কিংবা শরীরী নিউরণের খেলা
কীভাবে ভেদ করে যায় সকল দেয়াল।
সমূহ ফাইবার কি কাচ কি ওয়েভ
কী অমোঘ অতিক্রমের দ্যুতি
তোমাকে আমাকে আছড়ে ফেলে
বিশ্বায়নে,কোনো এক অচেনা ষ্টেশনে-
প্লাটফর্মে,আহ্লাদিনী গাছের মতন।
অদ্ভূত কোনো এক সুষুপ্তির আলোয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।