ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,
অসংখ্য পথের মাঝে
-আবু মকসুদ
বিষণ্ণতা তাকিয়ে থাকে
আলোর আবিষ্ট পথে
অসংখ্য পথের মাঝে মেটেরঙ পথটি
বেয়ে আসে আমার দুঃখীস্বজন।
স্মৃতিছাপ রেলিং বারান্দায়
সিঁড়িখানি মাটি বরাবর নেমে
ঘাসে পৌঁছালে, দেখে পড়ে আছে
একটা রঙহীন পালক
বহুকালের জংধরা সাঁকোটি
সন্ধ্যের মনমরা হাওয়ার ধাক্কায়
মানুষের সদগতির কথা ভেবে
হিমকুয়াশায় দাঁড়ানো বক তাড়িয়ে দেয়
আমার দুঃখীস্বজন, অরণ্যের বন্ধুতায়
ঘরের দেয়ালে এঁকেছিলো উচ্ছ্বসিত গাছচিত্র,
ঘরসংসার গেরস্থালী নায়ের পাটাতনে
তুলে, সেই দেশান্তরী শীতবার্তা পাঠায় ।
মেঘের নীচে শিশুরা পাতা কুড়াতে শুরু করলে
ভুলে যেতে হয় নুড়িপাথরের ঘ্রাণ, আর পথিক স্বপ্নগুলি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।