Khan IT Source
সারাক্ষণ কিছু কিছু এলোমেলো ভাবনা
ঘুরে ফিরে হঠাৎ আনন্দও দিতে পারে
শালিক ওড়া মুহূর্ত যেমন; মুকুল ঝরায়
গাছের ফাঁকে আলো ছায়ার ইশারায়,
কেউ দেখতেও পারে; ছিপছিপে জলে
-দাঁড়িয়ে বুড়ো আঙুলটি মুখে ঢুকিয়ে
অবুঝ শিশুটিও কেমন বুঝে নেয় স্বাদ ।
এই এলাকার আশে পাশে লেক ছিল
তারও শেষটুকু পূর্ণ হয়ে গেলো গত বছর
এখন হাইরেঞ্জ বিল্ডিং শালিকের মাঠে
চড়ুইয়ের ডালের নিচে দামী রেস্তোরাঁ,
প্রায় মেঘ ছুঁয়ে গল্প করা এপার্টমেন্ট
-তোমরাও কিনে নিয়েছো, তাই বলে;
ইচ্ছে করলেই অমন রঙ শরীর, চোখে;
সুলভ প্রেমে মন ভরাতে পারি না এখন
অথচ, একরোখা ভাবনা গুলি সারাক্ষণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।