= শাফিক আফতাব --------- একদিন তুমি এসেছিলে কাছে সুলভ চালের দামে হেমন্তের ভরা মউশুমে কুলাভরা সতেজ ভালোবাসায় ; সবকিছু উজাড় করে দিতে চেয়েছিলে রাত্রির যামে, কত সুন্দর বাতাস করেছিলে নরম হাতের পাখায়। সুলভ ভেবে ছুঁড়ে মেরেছি বিদেশি বাদামী চালের লাগি ; কত সহজ অনায়াসে পাওয়া যায় তোমাকে কাঁচাবাজারে, তোমার আবেদন অহেতুক প্রলাপ মনে হয়েছিলো অনুরাগী ; অথচ তুমি ভাবনায় মুখর করেছিলো ফাগুনের রাত্রিরে। সেই কতদিন, তোমাকে দেখিনা ; তুমি আজ নাই ; তোমার কদর ক্রমশ বাড়ে হৃদয়ের গহীন কোণে, কেউ আসেনা আর অপেক্ষায় সময় কাটে বৃথাই ; আজ বুঝেছি, কত ভালোবাসা ছিলো, তোমার সুন্দর মনে। কাছে ছিলে, বুঝিনি তোমাকে, তোমার ভালোবাসার দাম ; সময় গড়েছে, নিঃসঙ্গ পড়ে থাকি, ছিঁেড়ছে নৌকোর বাদাম। ২৬.০২.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।