আমাদের কথা খুঁজে নিন

   

মানসিক চাপ কমাবে কলম!

আকাশের সঙ্গে কতো কথা হয় রোজ কষ্টের কথা সুখের কথা
সম্প্রতি নেদারল্যান্ডের গবেষকরা এমন একটি কলম উদ্ভাবন করেছেন যা মানসিক চাপ মাপতে পারবে এবং প্রয়োজন অনুসারে সে চাপ কমাতেও পারবে। গবেষণায় দেখা গেছে, যারা চাপ দূর করতে সক্ষম এই কলমটি ব্যবহার করেছেন তাদের হৃদপিণ্ডের গতি বা রক্তচাপ গড়ে শতকরা ৫ ভাগ কমে গেছে। খবর সায়েন্স ডেইলি-এর। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, নেদারল্যান্ডের ডেলফট ইউনিভার্সিটি অফ টেকনোলজির গবেষক মিগুয়েল ব্রæন অ্যালোনসো এই কলম উদ্ভাবন করেছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মানসিক চাপ বা যে কোনো ধরনের উত্তেজনার ফলে রক্তচাপ বেড়ে গেলে এই কলমটি তা শনাক্ত করে এবং চাপ কমাতে সাহায্য করে।

অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানো কিম্বা যে কোনো ধরনের নার্ভাসনেস কাটিয়ে উঠতেও এই কলমটি সাহায্য করে। মানসিক চাপ থেকে মুক্তি দেওয়ার এই কলমটিতে ব্যবহার করা হয়েছে ইলেকট্রোম্যাগনেট। যখন মানসিক চাপের জন্য রক্তচাপ বেড়ে যাবে তখনই কলমটি নাড়ানো কঠিন হয়ে যাবে। এর ফলে কলম ব্যবহারকারীকে সহজ হয়ে কলমটি ধরতে হবে। আর এতেই তার মন স্বাভাবিক হয়ে তার চাপ কমিয়ে দেবে।

জানা গেছে, কলমটি তৈরি হলেও এখনও তা বিক্রির জন্য বাজারে ছাড়া হয়নি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.