আমরা কত কিছুই পড়ছি, দেখসি, চলেন আজকে নতুন একটা জিনিস দেখি।
আমরা জানি চুম্বক এর দুই মেরু, দুই মেরু দুই মেরুকে আকর্ষণ করে। দুই মেরু কিন্তু সম্পুর্ণ বিপরীত।
আরেকটা দেখি, নিউক্লিয়াসের প্রোটন এবং বাইরের ইলেক্ট্রন গুলো দুইজনের দ্বারা পৃ্থকভাবে সৃষ্ট +,- নষ্ট করে।
হেহ, বাইক্কা উদাহরন।
ধনাত্নক ও ঋণাত্নক আধানের খেত্রেও দেখি।
কচছুদিন আগে আমরা রেজাল্ট দেখসিলাম, রেজাল্টে শুধুই পয়েন্ট দেখা যায়। সেখানে আমরা যারা এ যোগ[প্লাস] পেয়েছিলাম তাদের খুশি অবস্থা, যারা এ পেয়েছিলো তাদের মন খারাপ, কিন্তু বুঝে উঠতে পারছেনা কি করবে। যারা এ বিয়োগ[মাইনাস] পেয়েছে তারা কান্না শুরু করলো। তখন যুগান্তকারী সেই সম্পর্ক স্টার্ট দিলো বটবটীর মোটরের মত [বুররররুউউউরুম, বুররররুউরুম]; এ যোগ পাওা গুলা অদের সান্তনা দেয়, এ যেনো যোগ বিয়োগের কোলাকুলি।
মাঝখান দিয়া এ পাওয়া গুলা নিউট্রাল ই রইলো। তারা কি সান্তনা দেবে না আনন্দ করবে বুঝেই না। হাসবে না কাদবে এই অবস্থা।
সুতরাং আবার দেখলাম চার্জ যুক্ত দুই বস্তু[গ্রেডের কোলাকুলি কান্নায়] আর মাঝখানের বেচারার ___ অবস্থা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।