এই ভাবেই সব কিছু ভেঙ্গে পড়ে,
সম্পর্কের দেওয়াল ছিন্ন হয় অবলীলায়।
ঘুণে ধরে শত বছরের পুরনো বন্ধুত্তেও!
স্বার্থপরতা হার মানায় এই দীর্ঘ সময়ের ক্লান্তিকে।
এই ভাবেই সব কিছু নষ্ট হয়।
আমাদের ভালবাসা গন্ধ ছড়ায় অবহেলায়,
আমরা মেতে উঠি কাপুরুষতার খেলায়।
শক্ত পাথরের দেওয়াল গড়ে তুলি হ্রদয়ের মত কোমলতায়।
এই ভাবেই আমরা ভুলে যায়,
হারিয়ে ফেলি নতুনভাবে বেচেঁ থাকার আশা।
ভালোবাসা আর বন্ধুত্ব ছাড়াই ঘুমিয়ে পড়ি,
তন্দ্রামগ্ন হয়ে হঠাৎ বেচেঁ উঠি,
খুজে নিতে শুধু বন্ধুত্বের ভালবাসাকে।
এই ভাবেই আমরা বেচেঁ থাকি,
বেড়ে উঠি সহস্র স্বপ্নের বোঝা হয়ে।
আবেগের মত ঠুনকো জিনিসের স্থান হয়না
স্বপ্নপূ্রণের বাস্তবতাতে।
বেচেঁ আছি তবুও, আমরা বেচেঁ থাকি.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।