কলকাতার ইংরেজি দৈনিক ট্রেলিগ্রাফ জানিয়েছে, এই বাঙালি সাহিত্যিকের প্রতি সম্মান জানিয়ে আগামী ১০ ডিসেম্বর নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদকে আমন্ত্রণ জানানো হয়েছে।
নোবেল ফাউন্ডেশনের ১১৩ বছরের ইতিহাসে এর আগে কখনো কোনো দেশের সরকার বা মন্ত্রীকে এভাবে আমন্ত্রণ জানানো হয়নি।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হলেন ইউরোপের বাইরে প্রথম সাহিত্যিক যিনি এ পুরস্কার পান। তিনিই নোবেল পাওয়া প্রথম এশীয়। আর এ বিষয়টি স্মরণ করেই নোবেল ফাউন্ডেশন এই অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে টেলিগ্রাফ।
১৯১৩ সালের ১০ ডিসেম্বর রবীন্দ্রনাথের হাতে নোবেল পুরস্কার তুলে দেয়া হয়। তার দেশের প্রতিনিধি হিসাবে ওই দিনটিতেই স্টকহোমে উপস্থিত থাকবেন খুরশিদ।
ভারতে সিইডিশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) দাগ জোগরেন টেলিগ্রাফকে বলেন, “সুইডেন সরকার নোবেল ফাউন্ডেশনের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে এবং আমরা ইতোমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে স্টকহোমে আমন্ত্রণ জানিয়েছি। ”
এদিকে রবীন্দ্রনাথের নোবেল জয়ের শতবর্ষ উদযাপনে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে মিলে কলকাতার তিনটি স্টেশনে ‘নোবেল ওয়াল’ উন্মোচন করতে যাচ্ছে সুইডিশ কর্তৃপক্ষ।
রবিঠাকুরসহ নোবেল বিজয়ী সাত ভারতীয়কে নিয়ে সাজানো হবে এই স্মারক দেয়াল।
এরকম আরেকটি ‘নোবেল ওয়াল’ হবে দিল্লিতেও।
এছাড়া ২০১৩ সালে নোবেল সাহিত্য পুরস্কারের জন্য রবীন্দ্রনাথের নাম ঘোষণার দিনটি স্মরণ করে ২৫ ও ২৬ অক্টোবর কলাকাতায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করছে সুইডিশ দূতাবাস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।