একজন ধার্মিক মানুষ আটিকুর (এ ভাবেই ওনার নাম লেখা, ক্যান আমারে জিগায়েন না) রহমান মুসলিম নারীদের নিয়ে বর্বর, ধর্মহীন,
নীতি-নৈতিকতাহীন নাস্তিকদের নানারকম কুযুক্তি তুলে ধরেছেন তার মূল্যবান পোস্টে।
তিনি দেখিয়েছেন পেয়ারা নবী কেমন করে একজন নারীকে নির্দেশ দিয়েছিলেন যাতে করে একজন নারী তার স্বামীর কথা মেনে চলতে
বাধ্য থাকে। সেই নারীর স্বামী তাকে বাড়ির দোতলা থেকে নিচে নামতে নিষেধ করে ঘুরতে যায় দূরদেশে। মহিলার বাবা থাকতেন বাড়ির
নিচতলায়। তিনি অসুস্থ হয়ে মারা যান কিন্তু যেহেতু স্বামী তাকে নিচে নামতে নিষেধ করে গেছে তাই স্বামীআজ্ঞা পালনে তিনি নিচে নেমে
বাবার সেবা বা বাবার মৃত্যুর পর তাকে শেষ দেখাও দেখতে পারলেন না।
তিনি যে চেষ্টা করেন নাই তা না। যে কোন স্বাভাবিক মানুষের
কাছেই আমরা তা আশা করি। তিনি পেয়ারা নবীর কাছে বারবার লোক পাঠিয়ে জানতে চেয়েছিলেন তিনি স্বামীর আদেশের বিরুদ্ধে নিচে
নেমে বাবার সেবা বা শেষ দেখা করতে পারেন কি না। কিন্তু পেয়ারা নবী তাকে প্রতিবারই বলে পাঠান যে, স্বামীর আদেশ পালন করাই
তার দায়িত্ব।
একবার ভেবে দেখুন।
একজন মানুষ তার বাবার শেষ সময়ে সেবা করতে পারে নি, শেষ দেখা করতে পারেনি কারণ স্বামীর আদেশের
ওপর স্বাভাবিক মানব আবেগের কোন মূল্য ছিল না।
আরো আছে, তবে সবচাইতে ভালো হইলো যে স্বামী যদি চায় তাহলে নারীকে উটের পিঠে হলেও স্বামীসহবাসে সহযোগিতা করতে হবে।
এছাড়া স্বামীর অনুমতি ছাড়া কাউকে কিছু দেয়া, খাওয়ানো ইত্যাদি নানা বিষয় নিষিদ্ধ।
পেয়ারা নবী নাকি ছিলেন রাহমাতুল্লিল আলামিন, অর্থাৎ সমস্ত বিশ্বজগতের জন্য রাহমাত স্বরূপ। নারীদের ওপর এই রহমত দেইখা আমার চোখে পানি আসে।
ইসলামে নারীকে তাহলে একজন দাসের চাইতেও নিকৃষ্টভাবে দেখা হয়। একজন দাস তবু আযাদীর আশা করতে
পারে কিন্তু হায়, একজন স্ত্রীর সেই অধিকারও নাই। এমন কী সে জান্নাতেও প্রবেশ করতে পারবে না যদি তার স্বামী তার ওপর সন্তুষ্ট না
হয়। আর সন্তুষ্টির প্রথম শর্ত হলো স্বামীর যৌনচাহিদা ঠিকমত মেটানো। আহা নারী শুধুই যৌনদাসীই থাকলো পুরুষের!
না, নাস্তিকরা নারীর বিরু্দ্ধে এসব নিয়ম-কানুন কিছুই বানায় নাই।
তারা চায় নারী যেন আত্মমর্যাদা নিয়ে নিজের স্বকীয়তা নিয়ে মানুষের
মত বাঁচতে পারে। পুরুষের যৌনদাসী হিসেবে স্ত্রী নাম নিয়ে যেন তাকে বাঁচতে না হয়।
আর আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে সচেতন হোন, দেখুন আপনি কোন কানুনের স্রষ্টার হাতে বন্দী হওয়ার জন্য ওই হিজাব পরে
ঘুরছেন আর নিজেকে মুসলিম মনে করে মহাউদ্ধার হয়েছেন ভাবছেন। চোখ খুলে ভাবুন। নিজেকে মানুষ মনে করুন প্রথমে।
এই সেই পোস্টের লিঙ্ক:
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।