বাঁধ ভাঙ্গার আওয়াজ এ বাংলা লিখার নিয়ম দেখে অবাক হইছিলাম কারন তখন জানতাম না যে এতো সহজে বাংলা লিখা সম্ভব। যেহেতু বিজয় দিয়ে লিখতে পারতাম না তাই বাংলা লিখতে হলে "বাঁধ ভাঙ্গার আওয়াজ" তা লিখে cut paste করতাম।যা ছিল নানা ভেজাল।কিন্তু নানা খোজাখুজি করে এই সফটওয়্যার তা বের করলাম।সফটওয়্যারটা ফোনেটিক Avro Keyboard ।এর মাধ্যমে আপনার কম্পিউটার সহ সব জায়গায়ই ব্যবহার করতে পারবেন।এমনকি ফেসবুকও বাংলা লিখতে পারবেন অতি সহজে।
তো আর দেরি কেন? তাড়াতাড়ি শুরু করুন............................................................
ডাউনলোড করুন http://www.omicronlab.com/ আর install করে বাংলা লিখুন ধুমছ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।