আমাদের কথা খুঁজে নিন

   

দৈনিক ইত্তেফাক মঙ্গলবার ১৩ সেপ্টম্বর ১৯৮৩ । খবরের শিরোনাম । দাম ১.৪০ টাকা

প্রতিষ্ঠাতা তফাজ্জাল হোসেন ( মানিক মিয়া ) নারী নির্যাতনে কঠোর শাস্তির বিধান বাসস জানায় গত রবিবার প্রধান সামরিক আইন প্রশাসক লেঃ জেনারেল এইচ এম এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের বৈঠকে নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর শাস্তি বিধানের জন্য মহিলাদের প্রতি নিষ্ঠুরতা( কঠোর শাস্তি ) অধ্যাদেশ ১৯৮৩ নামে একটি নতু ন অধ্যাদেশ জারির সিন্ধান্ত গ্রহন করা হয়। --------------------- আপোষকামীরা এখন আর দলে নাই ১২ই সেপ্টম্বও আওয়ামী লীগ নেতা জনাব আবদুর রাজ্জাক আজ স্থানীয় মুসলিম ইনষ্টিটিউট হলে এক কমীসভায় বলিয়াছেন, নীতিগত ও আর্দশ গত দ্বন্দ্বের ফলেই আওয়ামী লীগ ভাঙ্গিয়াছে। এই দ্বন্দ্ব ৭৫ সাল হইতেই চলিয়া আসিতেছে এ্যান সোরেল ঢাকায় মার্কিন মহিলা পর্যটক বিশ্ব হইতে ক্ষুধা ও দারিদ্র দূর করার লক্ষ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এ্যান সোরেল নারী একজন আমেরিকান তরূন ১৯ হাজার মাইল সাইকেলে ভ্রমন করিয়া বাংলাদেশে পৌঁছিয়াছেন । এশিয়ার ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান এই পাঁচটি দেশ ভ্রমনের জন্য তিনি গত ১৬ই জানু যাত্রা শুরু করেন। তিনি বর্তমানে ঢাকার তোপখানা রোডের এশিয়া হোটেলে অবস্থান করিতেছেন ।

ঘরোয়া রাজনীতি জাতীয় একতা পার্টিও যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মিঃ সুরঞ্জিত সেনগুপ্ত গত রবিবার এক বিবৃতিতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে বন্দী বিশেষ ক্ষমতা আইন বলে আটক ও সামরিক আইন আদালতে সাজাপ্রাপ্ত সকল রাজবন্দীকে মুক্তিদানের জন্য সরকারের প্রতি আবেদন জানাইয়াছেন । পারিবার আদালত গঠনের প্রস্তাব বিবেচনা করা হইবে - এরশাদ । জনশক্তি রফতানীর জন্য কোম্পানী গঠনের সিদ্ধান্ত । প্রতি মাসে পাঁচ হাজার কর্মজীবী মধ্যপ্রাচ্য যাইতেছে । লেবাননে গৃহযুদ্ধ অব্যাহত ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য পাঁচটি ডবল ডেকার ডাঃ মুক্তা হত্যা মামলা । । ১ জনের ফাঁসির আদেশ জাতিত অর্থনৈতিক মুক্তি অর্জনের ইপ্সিত লক্ষ্যে পৌঁছিবে। থাই ট্রলার আটক ব ন্দর নগরী চট্টগ্রাম সড়কের করুণ হাল বিএসএফের গুলিতে ১ জন বাংলাদেশী নিহত। ছাত্র সংঘর্ষ ।

। বৃন্দাবন কলেজ বন্ধ ঘোষনা দঃ আফ্রিকায় কয়লা খনিতে বিষ্ফোরণে ৬৩ জন নিহত আগামীকাল আরম্ভ ৫০টি উপজেলা উদ্বোধন খুলনায় ন্যাশনাল ব্যাংকের ৭ম শাখা উদ্বোধন নঈম জাহাঙ্গীরের মুক্তিলাভ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য ২ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর আড়াই শতাধিক নকল নবিশের ৭ মাসের বেতন বাকী কাজ বাড়িয়াছে ৫ গুন কর্মচারী কমিয়া অর্ধেক পাঁচটি খুনের মামলায় দুইজনের মৃত্যুদন্ড। ১৫ জনের যাবজ্জীবন গণপিটুনীতে হত্যা মামলার আসামী নিহত সেকেন্ডহ্যান্ড কাপড় আমদানীকারকদের উদ্বেগ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.