আমাদের কথা খুঁজে নিন

   

দৈনিক ইত্তেফাক রাশিফল ১৩ই সেপ্টেবর মঙ্গলবার ১৯৮৩। মহাজাতক

২৫৪ তম সংখ্যা । মঙ্গলবার ২৭ শে ভাদ্র ১৩৯০ । । দাম ১.৪০ টাকা । আজ সূর্যদয় ৫.৪৫ মি ।

সূর্যাস্ত ৬.১১ মি আজ জন্মদিন হলে আপনার কন্যা রাশির জাতক। জন্ম সংখ্যা ৪ । আপনার ওপর বুধ ও ইউরেনাসের বিশেষ প্রভাব রয়েছে। চরিত্র বৈশিষ্ট্যে কন্যার জন্য ছাপ সুপষ্ট । আরও সংখ্যার প্রভাবে ও এই দিনে জন্মগ্রহন করায় আপনি স্বাধীনাচতা ও একটি সুনিদিষ্ট নীতি ও আর্দশের অধিকারী।

চিন্তা - ভাবনায় আপনি মৌলিক । মনের দিকে থেকে খেয়ালী। অন্যায় করাতে চান না। আপনার বন্ধুর সংখ্যা কম । তবে ইচ্ছা শক্তি ও দৃঢ়তা আপনার আছে।

কুৎসা ও শত্র“তার সম্মুখীন হতে হবে আপনাকে । ঘটনাপ্রবাহ আপনার জীবনকে গভীরভাবে প্রভাবিত করবে। নিজস্ব পথে চলার জন্যে আপনাকে সহনশীল ও কৌশলী হতে হবে। আপনি চিকিৎসা বিজ্ঞান, রসায়ন, খাদ্যদ্রব্য কারিগরি দর্শন ও বুদ্ধিবৃত্তিক পেশায় ভালো করবেন। একাধিক পেশা পরিবর্তন হবে আপনার।

আপনার স্বকীযতা ও জীবন সম্পর্কে ভিন্নতর দৃষ্টিভঙ্গি পারিবারিক জীবনে জটিলতা সৃষ্টি করতে পারে। প্রিয়জনের সমালোচনা থেকে বিরত থাকাই ভালো । দ্দভ রং- হালকা নীল, সোনালী, ধূসর ও হলদে সবুজ । গুরুত্বপূর্ণ সংখ্যা - ৪ ও ৫ । ব্যক্তিত্ব - কথাশিল্পী জে.বি.প্রিষ্টলী এবার আপনার রাশির আপকের পূর্বভাস দেখে নিন ।

মেষ(২১শে মার্চ-২০শে এপ্রিল) আন্যের ওপর নির্ভরতা আশাভঙ্গের কারন হতে পারে। আর্থিক, পেশাগত ও পত্র যোগাযোগ লাভজনক হতে পারে। বৃষ(২১শে এপ্রিল – ২০শে মে) পেশাগত ব্যাপাওে অন্যের ওপর পরামর্শ ক্ষতিকর হবে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ। লেনদেন ও কেনাকাটায় অগ্রগতি হবে।

মিথুন ( ২১ শে মে - ২০ শে জুন ) নেপথ্য যোগাযোগ ও লেনদেনে সর্তক থাকুন । অন্যের আশ্বাসে নির্ভর করবেন না। দূরের যাত্রার যানবাহনে ও যন্ত্রপাতি ব্যবহারে সর্তক থাকুন । কর্কট ( ২১ শে জুন - ২০ শে জুলাই ) অন্যের দ্বারা প্রভাবিত হয়ে সিন্ধান্ত না নেয়াই ভালো। বন্ধু ও প্রিয়জনদের মন রক্ষা করা কঠিন হবে ।

যাত্রা শুভ নয় । ডসংহ ( ২১ শে জুলাই - ২১ শে আগষ্ট ) পেশাগত ব্যাপারে পদস্থদের মন রক্ষা করা কঠিন হবে। স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। নতুন তথ্য আপনার কাজে লাগবে। কন্যা ( ২১ শে আগষ্ট - ২১ শে সেপ্টেম্বর ) অধীনস্ত ও অল্পবয়স্কদের জন্য ঝামেলা ও মানসিক অস্থিরতা বাড়বে ।

দূরের যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা (২১ শে সেপ্টম্বর - ২২ শে আক্টোবর) মানসিক অস্থিরতা ও ব্যয় বাড়তে পারে। কোন জটিলতায় না জাওয়ায় ভালো । পদস্থদের মন রক্ষা করে চলুন । বৃশ্চিক ( ২৩ অক্টোবর-২১শে নভেম্বও ) পারিবারিক ও প্রতিষ্ঠানিক বিষয় প্রাধান্য পাবে।

কোন অহেতুক জটিলতা দেখা দিতে পারে । অর্থিক যোগাযোগ শুভ । ধনু ( ২২ শে নভেম্বর-২০শে ডিসেম্বর) অধীনস্ত বা বয়স্কদের জন্য মানসিক অস্থিরতা বাড়বে। অর্থিক ব্যাপারে মহিলাদের সহযোগিতা পাবেন । যাত্রা শুভ ।

মকর( ২১শে ডিসেম্বর-১৯শে জানুয়ারি ) অর্থিক লেনদেন ও ব্যবসায়িক প্রশ্নে ঝুকি নেবেন না। অধীনস্তদের কাছ থেকে অপ্রত্যাশিত আপরণ পেতে পারেন । কুম্ভ ( ২০শে জানু-১৮ই ফেব্র“ ) মানসিক অস্থিরতা সিন্ধান্ত গ্রহণের অন্তরায় হবে। প্রভাবশালীদের আশ্বাসে নির্ভর করবেন না । যাত্রা শুভ নয় ।

মীন (১৯শে ফেব্র“-২০শে মার্চ) ব্যয় ও ঝামেলা বাড়বে । পুরানো প্রসঙ্গ জটিলতার সৃষ্টি করতে পারে। প্রভাবশালীদের সাথে যোগাযোগ শুভ সেই একই প্যাচাল র‌্যানডোমলি । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.