এখনই, নয়তো কখনই নয়...।
ইদানীং লক্ষ্য করলাম যে ধর্ম বিষয়ক কোন লেখা ব্লগে আসলে কেউ কেউ স্থির থাকতে পারেন না। ধর্ম বিষয়ক যে রকম লেখাই হোক না কেন বা তা যে উদ্দেশ্যেই লেখা হোক না কেন ওনারা সহ্যই করতে পারেন না। ধর্মে ওনাদের এতটাই এলার্জি
ভাবলাম ওনাদের এলার্জি কার কতোটুকু আছে তার মাত্রাটা একটু পরখ করা যাক। দিলাম একখানা পোষ্ট।
নতুন কোন বিষয় না। এতটাই কমন বিষয় যে তাতে কোন কমেন্ট না আসার সম্ভাবনাই বেশি। আর কমেন্ট না আসলেই বা কি? সেটাই তো স্বাভাবিক। কিন্তু কারো কারো এলার্জি (কিংবা ধর্মে তাদের টলারেন্স লেভেল এতটাই কম) এতটাই বেশি যে......কি আর বলবো। যাই হোক তাদের কমেন্ট দেখে বেশ বুঝতে পারছি যে কার এলার্জি আছে আর কার নেই।
আবার কারও এলার্জি থাকলে তা কতটুকু তাও জানতে পারলাম। আমার পরিকল্পনা শতভাগ সফল। ম্যাকডোনাল্ড এর বিজ্ঞাপনের মত আমারও প্রাণ খুলে বলতে ইচ্ছা করছে, “আই অ্যাম লাভিং ইট। ’
বিস্তারিতঃ Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।