"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.
শিখ ধর্ম একটি অসেমেটিক, আর্য, অ-বেদান্ত ধর্ম । এটি পৃথিবীর প্রধান ধর্ম সমূহের অর্ন্তভুক্ত নয় বরং এটি হিন্দু ধর্মের একটি শাখা বা অপভ্রংশ । পন্চদশ শতাব্দীর শেষের দিকে গুরু নানক কর্তৃক শিখ ধর্ম প্রর্বতিত হয় । বর্তমান পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতের পান্জাব এলাকায় এ ধর্মের অভ্যুদয় ঘটে । এ ধর্মের প্রবর্তক গুরু নানক ক্ষত্রিয় (যোদ্ধা গোত্র ) হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন কিন্তু তিনি ইসলাম ও মুসলমানদের দ্বারা প্রবলভাবে প্রভাবিত হয়েছিলেন ।
শিখ শব্দ এবং শিখ মতের অর্থঃ
শিখ শব্দটি এসেছে শিষ্য শব্দ হতে যার অর্থ অনুসারী বা সমার্থক । শিখ মতবাদ হচ্ছে ১০ গুরর ধর্মঃ যার প্রথম গুরু নানক এবং দশম এবং শেষ গুরু হচ্ছেন গুরু গোবিন্দ সিং । শিখ ধর্মের পবিত্র গ্রন্হ হচ্ছে গুরু গ্রন্হ , যার আরেক নাম আদি গ্রন্হ সাহেব ।
পন্চ -'ক'
প্রত্যেক শিখকে পাঁচটি 'ক' ধারণ করতে হয়, যেগুলি তার ধর্মীয় পরিচিতিরও বহন করে । এ পাচটি 'ক' নিম্নরুপঃ
১. কেশ - অকর্তিত চুল ।
সকল গুরু কেশ রাখতেন ।
২. কংখ - চিরুণী । চুলকে পরিস্কার তথা পরিপাটি রাখতে ব্যবহৃত হয় ।
৩. কড়া - ধাতব বা ইস্পাত তৈরী কংকন বা বায়ুমন্দ । শক্তি এবং আত্ন
সংযমের জন্য ।
৪. কৃপাণ - তরবারি । আত্নরক্ষার জন্য ।
৫. কাচ্চা - হাটু পর্যন্ত লম্বা পরিধেয় অর্ন্তবাস ।
মূলন্ত্রঃ শিখ ধর্ম বিশ্বাসের প্রধান ভিত্তি
শিখ ধর্ম মতে ঈশ্বরের ধারণা সম্পর্কে একজন শিখ সর্বোত্তম যে সংজ্ঞা দিতে পারে, তা হলো এই মূলমন্ত্র পাঠ করা - যা শিখ ধর্ম বিশ্বাসের মূল ভিত্তি, যা গুরু গ্রন্হ সাহেবের প্রারম্ভেই উল্লেখিত হয়েছে । গুরু গ্রন্হ সাহেবের ভলিউম -১, জাপুজি, প্রথম শ্লোক নিম্নরূপঃ
" ঈশ্বর কেবলমাত্র একজনই, তিনি পরম সত্য, তিনিই স্রষ্টা, সকল ভয় এবং ঘৃণা থেকে মুক্ত; তিনি অমর এবং কারো জাত নন; তিনি স্বয়ম্ভু, মহান এবং দয়াময় ।
"
শিখ ধর্ম কঠোরভাবে একেশ্বরবাদ অনুসরণ করে । শিখ ধর্ম সর্বক্ষমতাময় এক ঈশ্বরে বিশ্বাস করে, যার প্রকাশ্য কোন আকার নেই, যাকে বলা হয় "ইক ওমকারা" ।
প্রকাশ্য নামে তাঁকে বলা হয় ওংকারা এবং তাঁর কতকগুলো গুনাবলী নিম্নরূপঃ
১. করতার = যিনি স্রষ্টা
২. সাহিব = মহাপ্রভু
৩. আকাল = চিরন্তন
৪. সত্যনামা = পবিত্রনাম
৫. পরওয়ারদগার = পালনকারী
৬. রাহীম = দয়ালু
৭. কারীম = উপকারী
এছাড়াও তাঁকে আরো বলা হয় "অহে গুরু " - একমাত্র মহাসত্য প্রভু ।
শিখ ধর্ম মত কঠোরভাবে এক ঈশ্বরে বিশ্বাস করে । এ ধর্ম অবতারবাদ অর্থাৎ সৃষ্টির রূপ ধারণ করে স্রষ্টার আগমণে বিশ্বাস করে না ।
সর্বশক্তিমান ঈশ্বর নিজে কখনো কারো রূপ ধারণ করে অবতার রূপে পৃথিবীতে আগমণ করে না । এ ছাড়াও শিখ কঠোরভাবে মূর্তি পূজার বিরোধী ।
"There are worlds and more worlds below them and there are a hundred thousand skies over them. No one has been able to find the limits and boundaries of God. If there be any account of God, than alone the mortal can write the same; but God's account does not finish and the mortal himself dies while still writing. Nanak says that one should call Him great, and God Himself knows His ownself." (Japji)
আরো জানার জন.........নিচের লিংকে দেখুন....
১. গুরু নানকের জীবন কাহিনী খুব সুন্দরভাবে দেয়া আছে এবং খুব আকর্ষণীয় জীবন কাহিনী।
২. স্রষ্টার ধারণা
৩.শিখ ধর্ম ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।