পরিমল গোস্বামী :
জন্ম ১৮৯৭ সালে। পাবনা ও পরে ফরিদপুর জেলার অধিবাসি।
ছাত্রজীবন সমাপ্ত করে সাহিত্য কর্মে আত্মনিঅগ করেন।
'বসুমতি', 'কল্লোল', 'উপাসনা' প্রভৃতি পত্রিকায় প্রথম লেখা
শুরু করেন।
কয়েক বছর 'শনিবারের চিঠি' ও সম্পাদনা করেছিলেন।
১৯৭৬ সালে তাঁর মৃত্যু হয়।
তাঁর লেখা উল্লখযোগ্য গ্রন্হ গুলি :- মারকে লেঙ্গে,পথে পথে,
ম্যাজিক লন্ঠন প্রভৃতি।
------- x-------
তারাশঙ্কর বন্দোপাধ্যায় :
১৮৯৮ সালে, বীরভূম জেলার 'লাভপুরে' তারাশঙ্কর' এর জন্ম।
ছাত্রজীবনে রাজনৈতিক আন্দোলনে যোগ দিয়ে 'কারা-বরণ' করেন।
"আরোগ্যনিকেতন" গ্রন্হের জন্য ১৯৫৫ সালে 'সাহিত্য অকাদেমী' ও ১৯৫৬ সালে,
"রবীন্দ্র' পুরস্কার পান।
এ'ছাড়া, ১৯৬৬ সালে, "গণদেবতা" গ্রন্হের জন্য
"জ্ঞানপীঠ" পুরস্কার লাভ করেন।
এছাড়া ও পেয়েছেন, "পদ্মশ্রী", "পদ্মভূষণ" পুরস্কার।
৯১৭১ সালে মৃত্যু বরণ করেন। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্হগুলি হল:
হাঁসুলীবাঁকের উপকথা, সন্দীপন পাঠশালা, ধাত্রীদেবতা, চৈতালী ঘূর্ণি,
কবি, প্রভৃতি।
-------x-------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।