আজ ১লা বৈশাখ
সবার মনে এক আনন্দ-উল্লাসের
ঝড় বয়ে যাচ্ছে।
আমার মনেও ঝড় বয়ে যাচ্ছে
তবে তা আনন্দের কিনা
আমি বলতে পারব না?
সে ঝড় শুধু নিশ্চুপ বিচারের বাণী
আমার কানে পৌঁছে দিয়েছে।
মতিহারের ইট, কাঠ, পাথর
কেউ আমার কথা শোনেনি।
কিন্তু কিছু ধূলো বালি আমার কথায় উড়েছিল মাত্র।
সে ইট, কাঠ, পাথরের মাদকতা
আমাকে বানিয়েছিল পরাহত ত্রিভূজ কঙ্কাল
যে কঙ্কালের উপরে রয়েছে, নিছক চামড়ার ছাউনি।
যে কঙ্কালকে মোচার খোলের নৌকায় ভাসিয়ে দেয়া হয়েছে
কিন্তু কঙ্কালের সাথে মোচার নৌকায় কোন বেহুলা উঠেনি,
যে ইন্দ্রকে তুষ্ঠ করে
আবার কঙ্কালের দেহে প্রাণ প্রতিষ্ঠা করবে।
বাস্তবতা ও পরাবাস্তবতার পাশা খেলায়
সে কঙ্কাল উত্তীর্ণ হতে পারেনি।
সে কঙ্কালকে স্টেইল মেট করা হয়েছে
কিন্তু চেক মেট করা হয়নি।
চলেছে নিরন্তর অসীমের সাথে যোগ-বিয়োগ
মহাকাল স্থগিত করেছে বিনা নোটিশে
ভদ্র সমাজে কঙ্কালের নিয়োগ।
তার পরেও কঙ্কালের কালে
বৈশাখের আনন্দ দানা বাঁধতে চায়
কিন্তু সে আনন্দের দানাকে হাহাকারের অণু চূর্ণ-বিচূর্ণ
করে দেয়।
এখন কঙ্কালের মধ্যস্থতায়
হাহাকার বনাম আনন্দের
এক উত্তেজনাপূর্ণ খেলা চলে
যেখানে নীরব দর্শকের ভূমিকায়
বৈশাখ চুপিচুপি যাতায়াত করে।
......................................
(সুকার্ণ, ১লা বৈশাখ ১৪১৮)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।