সকল প্রশংসা মডারেটরদের
একজন মৃতা রমণীর সাথে আমার বসবাস
ধীরস্থির ভাবে একদিন সে কঙ্কালে পরিণত হলো
সে আমাকে বাঁচতে বলেছিলো তার অস্পর্শ সৌন্দর্য নিয়ে
যা সে স্বযতনে বাঁচিয়ে রেখেছিলো ধরনীর সকল পঙ্কিলতা থেকে।
একদিন তার শরীর হারালাম
আষাঢ়ের প্রথম বৃষ্টিতে ধোয়া শুভ্র মেঘের মতো তার শরীর
একদিন আমি হারালাম।
একদিন হারালাম,
আমার জীবনের অস্তিত্বের মতো তার তাবৎ দেহজ আকর্ষন
এখন সে একটি কঙ্কাল।
তবু আমি তার সাথে ভালোবাসার কথা বলি
অন্ধকারে শয্যা পেতে জীবন-মৃত্যুর কথা বলি।
আমি শুধু বলে যাই,
সে শোনে কিনা, বোঝে কিনা বলতে পারি না
তবুও আমি বলে যাই
জোস্নার জলে নিহত চাঁদের কথা,
রৌদ্রময় রুপোলি দিঘীর আঁকাবাঁকা মৃদু কাঁপা কাঁপা নীল জলে স্নানরত হংসজুটির কথা।
একদিন তার কথা শোনার ভীষন ধৈর্য ছিলো
ঠিক এখনকার মতো নড়নচড়ন নেই,ঠোটে কোন বুলি নেই
শুধু পলকহীনভাবে ভাবে ডাঁগর চোখে তাকিয়ে থাকা।
এখনো আছে।
একসময় তার জীবন ছিলো, এখন নেই
কোমল অনুভূতিগুলোর ছোঁয়া নেই
আছে শুধু কঙ্কাল।
সেই কঙ্কালের সাথে, মৃতা রমণীর সাথে,
প্রাক্তন জীবনের সাথে এখন আমার বসবাস ।
আমি তাকে ভালোবাসতাম
নীলিমায় মাথা রেখে কাটাতাম বিনিদ্র রাত
তার মায়াবী চোখে বুনতাম অজস্র স্বপ্নের জাল
সে কঙ্কাল এখনো আমাকে কবিতা লেখায়
একজন মৃতা রমণীর সাথে আমার বসবাস..................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।