আমি এক কঙ্কাল !
আমাকে দেখে ভয়ে কম্পিত
হয়না এমন লোক খুব কম, মুষ্টিমেয়।
আমার ভেংচি কাটা মূর্তিতে
কারো কলিজায় পানি থাকেনা
দেহাবশেষ হয়ে আমি কঙ্কাল হয়েছি !
হিঃ হিঃ হিঃ ........হাঃ হাঃ হাঃ.......
কঙ্কাল! আমি কঙ্কাল !
দেহের মলিন আবেশ গলিত পদার্থে
বিলীন করে দিয়ে আমি কঙ্কাল!
ভয়ে দেখছি তোমার গা ছম্ ছম্ করছে-
দাড়াও !
তোমাকে আমি ভয় দেখাবো !
আরো ভয়ের খবর জানাচ্ছি শুনো,
তোমাকে আমার সাথে জড়িয়ে-
থাকতে হবে।
কঙ্কাল ! আমি কঙ্কাল !
কালকে, এইতো গত কাল
তোমার সাথে আমার কত কথা হলো
আমাকে জড়িয়ে ধরে কত আদর করলে।
যখন আমার গায়ে আবরন ছিলো
তখুন তো আমাকে ভয় পাওনি
তবে, আজকে কেনো এত কম্পিত ?
কঙ্কাল হয়েছি বলে ..... ?
হিঃ হিঃ হিঃ ........হাঃ হাঃ হাঃ.......
আমি কঙ্কাল হয়েছি অনেক জ্বলে-পুড়ে,
অনেক কিছু জলাঞ্জলী দিয়ে।
পারবে, পারবে তুমি আমার মতো হতে?
আমি গোরস্থানে থেকেছি, শ্মশান
ঘাটেও স্নান করিছি, আবার কবরে
শুয়েছি !
আমাকে সাদা কাফন দিয়ে
জড়িয়ে দিয়েছিলে, তাই না?
আমার সব মনে আছে।
কিন্তু আমি ! আমি কঙ্কাল হয়ে
বেড়িয়ে এসেছি !
কঙ্কাল হয়েই আমি তোমার
সম্মুখে ঘুরে ঘুরে বেড়াবো
হিঃ হিঃ হিঃ ........হাঃ হাঃ হাঃ.......
আমার অট্টহাসিতে ভয়ে লুকাতে চাও.... ?
বুঝেছি ভয় পাচ্ছো, তাই না......?
যখন আমার গায়ে
চামড়ার আবরন ছিলো তখুন তো ভয় পাওনি
আমার গায়ের মাংশগুলো
খয়েছে কারা জানা....?
খেয়েছে শিয়ালে, শকুনে, কুকুরে আর
পিপড়ায়।
ওই...ওই.... ওইযে, ওইযে দেখো যাচ্ছে
লাল-লাল, কালো-কালো পিপড়া
ওরাই আমার মাংশ গুলো খেয়েছে।
খুব স্বাদ করে আমাকে কামড়িয়ে কামড়িয়ে
খেয়েছে। পিপড়াগুলো অবশেষে
চেটে চেটে সব খেয়ে আমাকে
একে বারে সাদা কঙ্কাল বানিয়েছে
কি খুশির বিষয় আমি কঙ্কাল !
আমি কঙ্কাল !
হিঃ হিঃ হিঃ ........হাঃ হাঃ হাঃ.......
১৫/০৮/১৯৯৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।