আমাদের কথা খুঁজে নিন

   

সজিব কঙ্কাল

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

শুষ্ক বক্ষ তটিনীর মত; শুধু হাহাকার দগ্ধ হৃদয়, জ্বলন্ত পর্বত সম;সুবোধ মন, দিগন্তের ধরনীতে লাল ফিতার মত অসীম, গোধুলীর তমচ্ছায়া ঘুর্ণিঝড় বহে নিরবধি। ভুলের সংশোধন করে দিয়েছো। তাকাওনি ফিরে; মরুকান্তার হিংশ্রতা কেন? চিরবিদায় কি তব কামনা? না না এত কঠোর হতে পারোনা, যন্ত্রনায় সবই রিক্ত পর্ণ কুঠিরে সাজাবো বাসর; দেয়না মোর বিধি। ধমনীর স্পন্দন নেই, শোণিত হারা শব নির্জিবের ন্যায় সজিব কঙ্কাল; গঙ্গার তীরে ধুবরার ঝিলিক নেই। চোখে শুধুই বিষ্ময়! তাকায় না কেউ লোভাতুর চোখে, অনিন্দ সাধবী। সোনালী ঝিলিক নেই, কেন অযত্ন অবহেলা; ধ্বশ নেমেছে সুনীল জীবনে, লোকালয় গোপনে। ভীষন শোকে ভগ্নাংশ হয়েছি। বাঁকা পথে ধুলো রাগিনী কন্ঠে শুনবো কখন, ওগো তুমি মোর সবি। বিকল জীবনে স্বপ্নের বাস্তব নেই; তবুও কেন? অবচেতন হৃদয়ের কোনে উঁকি দিচ্ছো বারবার না পাবার কত যে পীড়ন; জ্বলন্ত প্রদীপ সম, তিলোত্তমার তিলক, ভেদ করেছে বুক; শিকারীর মত। দিবা কি রজনী, অগ্নির প্রখরতা, হিমশীতল বরফে চৈত্রের ঘুঘুর মত চিৎকার করা উন্মাদ সম নিসাড় দেহে জ্বলন অহরহ শুধু তোমা বিনে কার বুকে তুমি আজ? আঘাত দিয়ে আর বাঁচবে কত....?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.