আমাদের কথা খুঁজে নিন

   

হুদাই ত্যানা প্যাঁচাই...

যারা বিগত কিছুদিন ধরে ঘটে যাওয়া ঘটনা গুলো কে আওয়ামী চক্রান্ত বলে আসছেন তারা কি আজও আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই এর খুন হওয়াকে আওয়ামী চক্রান্ত বলবেন???? প্লিজ বলেন!!! বলতে তো দোষের কিছু নাই। আওয়ামীলিগ তো দেশটারে গৃহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, কি বলেন? হ্যাঁ অনেক অসংগতি নিয়েই এই সরকার দেশ চালাচ্ছে কিন্তু তারপরেও তো চেষ্টা করে যাচ্ছে। কই বিরোধী দল তো একবারো অসংগতি গুলো নিয়ে সরকারের বিরুদ্ধে নামেনি? তাঁরা নামছে তবে তা রাজাকার নামক এক জানোয়ার কে বাঁচাতে। অস্থিতিশীল পরিবেশ কে আরও উস্কে দিয়েছে। আওয়ামীলীগেও তো রাজাকার আছে, তারা (বিরোধী দল) তো পারতো সেটাকে ইস্যু বানাতে, কেন করেনি??? জামাতের মতো তারাও ধর্ম কে ঢাল বানিয়ে মানুষ কে বোকা বানাতে চায়।

এই ঢাল ব্যবহার করে ক্ষমতায় আসতে চায়। অথচ তাদের সুযোগটাই বেশি ছিলো জন গনকে পাশে নিয়ে ক্ষমতায় আসার। কিন্তু কে শোনে কার কথা। নিজেদের স্বার্থ বাঁচাতে যে কালসাপটি কে আমাদের প্রধান বিরোধী দল পুষে বড় করেছেন তার পরিনতি কি উনারা বোঝেন না??? যেখানে এদেশের বেশির ভাগ মানুষই ধর্ম সচেতন না হয়ে ধর্ম ভীরু!!! কুসংস্কারে বিশ্বাসী। এখনো সময় আছে জন গণের আস্থা ফিরিয়ে আনুন।

অন্তত মিথ্যাগুলো মুছে ফেলুন। স্বাধীনতার ঘোষক যে বন্গবন্ধু এটা স্বীকার করুন, এতে জাত যাবেনা। লাভবানই হবেন। আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ কে দেখতে চাই, সেটা সবার সম্মিলিত অংশগ্রহনের মাধ্যমে। নিজেরা কামড়া কামড়ি বাদ দিয়ে আসেন সত্য প্রতিষ্ঠা করি লাল সবুজে।

জয় বাংলা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।