কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...
কাইলকা রাইতে 3 বার কারেন্ট গেছে। যেই গরম পরছে তাতে মানুষের বিদু্যৎ ব্যবহার একটু বাইড়াই গেছে। আর তাই একটু ভাগে যোগে দিতেছেন আমাদের বিদু্যৎ কর্মকর্তারা। আমার না হয় এক রাইত নির্ঘুমই গেলো কি আসে যায় তাতে। মানুষের উন্নয়ণ হইলে এমনই হয়। আমি বাড়িতে ফ্যান কিনতে পারছি...অমুকে এয়ার কন্ডিশনার কিনছে...এইগুলিতো উন্নতিরই লক্ষণ! বিদু্যৎ যেইদিন নিরবচ্ছিন্ন থাকবো সেইদিন আমাদের সব চলবো...দেইখেন...নিশ্চিত!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।