আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি । । শেষ মিছিলে আজ গোপনতম কথাটিও
রয়ে গেল অনুচ্চারিত,
নিয়তির পাল্লায় মেপে ইটচাপা শেষ লাশটিও
মুর্দাঘরে বিরহের গান গায় চাপাস্বরে,
বাবুইয়ের বাসায় পিকেটিং হামলা-
ধ্বস নামায় নিঃশব্দে,
আর, আশার নিভু প্রদীপ সলতে উসকে জ্বলছে খানিক;
ডানা ঝাপটে ব্যভিচারী শকুনটা-
বালিহাঁসের ছদ্মবেশে ভিড় জমায় দলে!
তবু দিনশেষে ঠিকই খোলস ছেড়ে-
আমার লাশেই ঠোকর মারে রাজনৈতিক উল্লাসে । ।
।
। সা। ত। কা। হ।
ন। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।