কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...
ব্লগে আসলে সুস্থ শরীরে লিখনের উৎসাহটা হারাইয়া ফেলছিলাম পুরা পুরি এমনকি পড়নেরও উৎসাহ পাইতাছিলাম না! এই খানে জয়েন করনের পর খেইকাই দুইটা নাম দেখতাছিলাম সপ্তাহের সেরা ব্লগার হিসাবে। একজনের নাম ফজলে এলাহী আরেক জন ত্রিভুজ! ফজলে এলাহী সাহেবের লেখা আমি খুব বেশী পড়ি নাই! (দুঃখিত ভাই, অপ্রিয় হইলেও আমি সত্য কথা কই!) কিন্তু বিষয় বৈচিত্রের কারণেই তিভুজের পোস্ট পড়তাম। কিন্তু শুরু থেইকাই অদ্ভুত মনে হইছে তার লেখালেখি! সে যে আসলে কি কইতে চায় আমি তা বুঝি নাই আজ পর্যন্ত! সে নিজেরে দেশপ্রেমিক দাবী করছে কখনো কখনো সুনিপুণ ধার্মিক! তার লেখাতে আছে প্রচল সমাজের নিয়মের প্রতি নিষ্ঠা! সে নারী পুরুষ নিয়া আসলে যুগ যুগান্তর ধইরা যেইসব ধারণা চলতাছে সেইগুলিরে লিখনের একটা চেষ্টা করে! কিন্তু শেষ পর্যন্ত তার লেখায় একধরণের আধুনিক হওনের বাসনা থাকায় ঐটা ঠিক বুঝন যায় না। তার বিশ্বাসটারে উদ্ভট লাগে! (অন্ততঃ আমার কাছে!)
আরেকটা কথা এই ব্লগের মেম্বাররা যেমনে মন্তব্য মুছেন নিজেগো ব্লগ থেইকা ঐটারে আমার কেরম অস্বস্তিকর লাগে! ত্রিভুজ এই কম্পিটিশনে সবচাইতে আগাইয়া! অন্যরাও করে, তয় ত্রিভুজেরটা আমার চোখে লাগছে! ত্রিভুজ ভাই বিশ্বাস থেইকা আর যাই হোক তর্ক হয় না! তর্ক করতে হইলে যুক্তির জগতে আইতে হইবো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।