মুক্ত চেতনায় বিশ্বাসি। সবার মতকে প্রধান্য দিতে চেশ্টা করি।
মিষ্টি মেয়ে অমৃতা রাওয়ের মধ্যে একটু দুষ্টু দুষ্টু ব্যাপার আছে। তার দুষ্টু হাসিতে খুন হয়েছে অনেক যুবক। আবারও খুন করতে আসছেন অমৃতা।
আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে তার নতুন ছবি 'লাভ ইউ... মিস্টার কালাকার'। এস মানাসভি পরিচালিত এই ছবিতে অমৃতা জুটি বেঁধেছেন তুষার কাপুরের সঙ্গে। ছবির গল্পে অমৃতার নাম ঋতু। চিত্রশিল্পী সাহিলের [তুষার] চিত্রকর্মের পাগল মেয়েটি একদিন তার প্রেমে পাগল হয়ে যায়। তারপর? জানা যাবে পরশু।
দুই বছর বিরতি শেষে পর্দায় আসছেন অমৃতা। তো ভক্তরা তৈরি হয়ে যান, তার চোখের সাগরে ডুবতে-ভাসতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।