এখন ও H.S.C পরীক্ষা শেষ হয়নি অথচ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ ভর্তি হওয়া নিয়ে একপ্রকার প্রতিযোগীতা শুরু হয়েছে .........য়েন ছিট নেই,ছিট নেই
ছোট সে কোচিং
আসলে কি তাই? পোষ্টার দেখলে তো মনে হয় বাংলাদেণর কাগজ কোম্পানি তে তাদের হয না বিদেণ থেকে ও আমদানি করতে হয় । এম .পি নির্বাচনে ও এত বড় পোষ্টার ছাপানো নিষেধ , রঙিন পোষ্টার তো প্রশ্নই ওঠে না। এদের পোষ্টার ছাপাতে ছাপাতে প্রিন্টিং প্রেস গুলো আমাদের পাঠ্য বই ছাপাতে সময় পায় না । ইন্ডিয়া থেকে ছাপাতে হয় ! আমার প্রশ্ন হল জনপ্রতিনিধি নির্বাচনে বিজ্ঞাপন খরচ বেশি হলে তারা জনগনের কাছ থেকে আবার বেশি উশুল করবে (!) বলে তাদের জন্য আইন আছে। কিন্তু এরা এত খরচ করলে তো সব জনগনের মাথায় পড়েনা পড়ে গুটিকতক ছাত্র -ছাত্রীর অভিভাবকের মাথায় !এদের জন্য আইন হতে পারে কি ?
ছেলে মেয়েরা পরীক্ষার পড়া রেখে ঢাকায় ছুটছে কোচিং -এ ভর্তি হতে। কোচং ফির মোটা অংকের ফিস পরিশোধ করার জন্য র্কৃষক বাবার আউশ ধান,গরু, ছাগল,মায়র হাস মুরগি বিক্রি করে ছুটছে সবাই। কোচিং ,ভার্র্সিটিতে ভর্তি অতপর হাত পায়ের রগ কর্তন করিলাম না হয় হইলাম !
চলুন এগিয়ে যাই যান্ত্রিক যুগে যেখানে হাত পা ছাড়া কাজ করা যায় ....হাত ,পা থাকলে বা কি না থাকলে বা কি ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।