আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
উন্নতদেশের বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান অনেক খারাপ এটা অবশ্যই স্বীকার করতে হবে। Jagannath বিশ্ববিদ্যালয়। এটা ৫০০০ এর মধ্যেও নাই। ।
। JnU প্রথম ৫০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে না থাকলেও এটা একসময় Famous ছিল - এই জাবর কেটে আমরা এখনও আত্মতুষ্টি লাভ করি। JnU er উন্নতির জন্য কারো কোন চেষ্টা নাই - কেবল বাগাড়ম্বর। অথচ বর্তমানে এর খারাপ অবস্থানের বিষয়ে JnU 'র ভিসি থেকে শুরু করে যেকোন শিক্ষককে জিজ্ঞেস করুন - Sadarghat দেখাবে আর ডান-বাম ব্যাখ্যা দেবে। আর তাঁদের ভাবের কোন শেষ নাই - সব বিশিষ্ট বুদ্ধিজীবী।
একাডেমিক দিক থেকে অনেক বেসরকারী বিশ্ববিদ্যালয়ই এখন অনেক ক্ষেত্রে সরকারী বিশ্ববিদ্যালয়ের চাইতে ভালো ফলাফল করছে। প্রশ্ন যদি হয়, এইখানে লেখাপড়া হয় কিনা তাইলে বলবো হয়। যা হয় তা খুব একটা খারাপ হয় না। আর যদি প্রশ্ন হয় এইখানে জ্ঞান তৈরি হয় কিনা, বিশ্ববিদ্যালয়ের যেইটা মূল কাজ, তাহলে সেইটা নিয়া 'গবেষণা' করা প্রয়োজন। সাহিত্য সাংস্কৃতিক কার্যক্রম যা হইতে দেখি, তা খারাপ না।
অনেক কিছুই হয়। যুদ্ব শেষ হয়েছে সেই কবে ..JnU er ছাত্ররা এখনও অস্ত্র হাতে যুদ্ব করে...ওয়েট করেন যুদ্ব শেষ হোক তখন তালিকায় আসবে ।
বিশ্ববিদ্যালয়ে এখন ত্রিশের বেশি বিভিন্নরকম ক্লাব, সবগুলো বিশ্ববিদ্যালয়েই এমন আছে। কিন্তু কার্যক্রম? হুম তাও হয়তো আছে। কিন্তু বাংলাদেশে টাকা থাকলেই একটা মাইক ভাড়া করে রাস্তায় নামা যায়, মাইক দেখলেই আবার কিছু লোক জড়ো হয়ে যায়, একটা জনসভা করে ফেলা যায়।
উল্লেখযোগ্য কোনো সাহিত্য সাংস্কৃতিক কার্যক্রম কি আছে? পরিবেশ কি আছে? থাকলে কিভাবে আছে? না থাকলে কেন নেই? কারা দায়ী এর জন্যে? কর্তৃপক্ষ নাকি ছাত্রছাত্রীরাই? আমাদের অভিভাবকরাই কি একটা সার্টিফিকেট এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করে একটা বিশ্ববিদ্যালয়ের কাছে? যাই হোক বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো (পাবলিক/প্রাইভেট সব) আসলেই যেন JnU kono বিশ্ববিদ্যালয়ই নয়। যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ক্লাশ, গবেষণা বাদ দিয়ে জাতীয় রাজনীতির লেজুড়বৃত্তি করেন, যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির মত নোংরা ব্যাপার চর্চা হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানের ক্রম কিভাবে প্রথম দিকে আশা করা যায়? Jagannath বিশ্ববিদ্যালয়ের নিজের ও দেশের ছাত্রদের জন্য মানোন্নয়নের প্রয়োজন রয়েছে। তবে তা সেরা ১০ বা ১০০-র এমন তালিকার জন্য নয়। এই কথার সাথে কোন দ্বিমত নাই যে , JnU যেখানে থাকার কথা ছিল সেখানে নাই। রাজনৈতিক অস্থিরতা একে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্থ করেছে।
But খ ইউনিটের বিষয়গুলো, বানিজ্যের বেশ কয়েকটা বিভাগ সহ ঘ ইউনিটের অনেকগুলো ডিপার্টমেন্ট JnU er এত অস্থিরতার ভেতরও অত্যন্ত চমৎকার ভাবে তাদের শিক্ষা কার্যক্রম চালাচ্ছে, মানোয়ন্নন করছে, সময়মত শিক্ষার্থীরা পাশ করে বের হচ্ছে। প্রশ্ন পত্র এবং পড়াশোনার পদ্ধতি কোন দিক দিয়েই এখনো ভার্সিটি গুলো standard er ধারে পাশেও আসতে পারে নি। এটা বানানো গল্প না। নিজে JnU এর সম্পর্কে খুব কাছ থেকে যা জেনেছি তা থেকে বলছি। ইউ জি সির রিপোর্টও দেখতে পারেন আমাদের JnU er moto ভার্সিটিগুলোর মান সম্পর্কে জানতে।
একাডেমীক ফল দিয়ে আপনি ওদের বিচার করতে চাচ্ছেন, কি হাস্যকর! সেখানে JnU একটা স্টুডেন্ট জানে সি জি পি বেশি পাওয়া কি কষ্ট। বেশিরভাগ Political student যে একাডেমীক রেসাল্টে অনিয়ম করে সেটা তো এখন প্রমানিত সত্য। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, জেনেছি কিভাবে অনিয়ম করে সি জি পি এ দেয়া হয় তাদের, কতটা সোজা সিস্টেম করা হয় সি জি পি এ বেশি দেয়ার জন্য। এই বিষয়ে বিস্তর অভিযোগ আছে ।
এটা সত্য আমাদের JnU er অবস্থা খুবই খারাপ।
পাবলিক ভার্সিটি গুলো মাথা তুলে দাঁড়াতে পারছে না নোংরা রাজনীতির কারনে। শিক্ষকরা বেশির ভাগই রাজনীতিতে জড়িত। রাজনৈতিক দলগুলো খেলছে নোংরা খেলা। আর প্রাইভেট ভার্সিটি গুলো করে যাচ্ছে সার্টিফিকেট ব্যবসা। কোন মানই বলতে গেলে তাদের নেই।
তবে এখনো আমাদের পাবলিক ভার্সিটিগুলোর পড়াশোনার মান অনেক ভাল। শুধু রাজনীতি বন্ধ হয়ে গেলে এসব ভার্সিটি গুলো অনেক দূর এগিয়ে যাবে। আর তা না হলে পাবলিক ভার্সিটিগুলো যেমন পস্তাবে, তেমনি প্রাইভেট ভার্সিটি গুলো তাদের সার্টিফিকেট বানিজ্য আরো বাড়াবে ব্যবসায়িক আশায়। সেখানেও দেখা দেবে নৈরাজ্য। কারন এই বোধবুদ্ধিহীন, স্বার্থপর শিক্ষকরাই প্রাইভেটে যেয়ে পড়াবে আর সেখানেও যে কোন অন্যায় তারা করবে, সার্টিফিকেট বিক্রি করবে টাকার জন্য।
যেটা এখন ও করছে। When monthly tuition fee for a Dhaka University student is Tk 25-30, a JnU student has to pay Tk 100 as tuition fee. Other fees of the university are also higher than any other public university in the country.In fact, JnU was not the only public university that got the approval during the last four-party alliances government under such agreement of running the university through its own income.
Five other public universities i.e. Moulana Bhashani University of Science and Technology, Haji Mohammad Danesh Science & Technology University, Comilla University, Noakhali University and Jatiya Kabi Kazi Nazrul Islam University, are also functioning with the target that these universities will have to run by their own income in 10 years from the date of starting those universities.
However, both students and teachers of JnU want to have the privilege of getting government subsidies like the other public universities in the country do. From the beginning we have been demanding equal benefits like other public universities get, since the students don’t agree to pay higher fees,’ said vice-chancellor Prof Mezbah Uddin Ahmed .
University Grants Commission chairman Prof Nazrul Islam told, ‘We have already forwarded the application of JnU to the ministry for reviewing the act so that it can receive subsidy.’He also observed that laws of the public universities should be uniform.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।