জীবন ক্ষনিকের......তাই এর প্রতিটি ক্ষণ আনন্দের সাথে উপভোগ করার চেষ্টা করা উচিত.....দুঃখগুলোকে ও হাসিমুখে গ্রহণ করা......
কাগজে স্মার্টফোন বাজারে আসবে আগামি ৫ বছরের মাঝে ...। কী চমৎকারই না হবে। ভাবতেই আমার অবাক লাগছে!!!!!!!সেই মোবাইল যেমন ইচ্ছে মতো ভাজঁ করা যাবে। সৃস্টিকর্তার অশেষ কৃপায় আমার মোবাইল ফন কখন হারায় নি। ছিনতাই হয়নি।
আসলে যাদের মোবাইল ছিনতাই হয় বেশিরভাগ মানুষ বারবার ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইলটি বের করে লোক দেখানর চেষ্টা করে তাই তাদের ছিনতাই এর কবলে পড়তে হয় আমার দেখা মতে। কিন্তু হাত থেকে পড়ে ভেঙ্গে গেছে বা বদমেজাজের দরুন রাগের চটে ফন ছুড়ে ফেলে দিয়েছি অগণিত বার । ফলসরুপ সাধের সেটের বারটা বেজেছে...। এই ফোন ছুড়ে ফেলে দিলেও কিছুটি হবে না...। কী মজা...!!!!!!!!
বন্ধুমহল বলে আমাকে, আমার মোবাইলটি নাকি ব্যবহৃত হয় নাকি রাগ বহিঃপ্রকাশের জন্য।
একদিন দেখাবো আমার ব্যবহৃত অযোগ মোবাইলফোনের সংগ্রহ...। !!! অবশ্য ঠিকই বলে। কল করে খুব মানুষই আমাকে পায়,সৌভাগ্যক্রমে পায় অনেকেই...তাও কদাচিৎ। মোবাইল যন্ত্রটি আমার কাছে মনে হয় ম্যাসেজ টাইপের মাধ্যম......
যাইহোক এই স্টাইলিশ কাগুজে ফোন তো বাজারে আসবে আগামী পাচঁ বছরের মাঝে কিন্তু আমাদের মত আমজনতার হাতের নাগালে কবে যে আসবে...।
হায়রে...।
কবে যে আমাদের প্রিয় স্বদেশ ভুমির জনগণ প্রথম বিশ্বের উন্নত দেশগুলোর মতো সকল সুযোগসুবিধা পাবে...আমি মোবাইল ফোনটির কথা বলছি না...। শিক্ষা -স্বাস্থসেবা-নিরাপত্তা-জীবনযাত্রায় আধুনিকতার ছোয়াঁ। উন্নত দেশগুলোর মতো শারীরিক প্রতিবন্ধীরা কবে বিজ্ঞানের বদান্যতায় স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবে...। যা উন্নত দেশের নাগরিকরা পাচ্ছে। কবে ??!!কবে??!!প্রতিরাতে আমি এইসব নিয়ে ভাবি...।
আসলে ভাবি না ভাবায় আমাকে......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।