বল আমায় সেই সময়ের নেই কেন অস্তিত্ব, বোঝাও আমায় সেই কল্পনার নেই কোন সমাধান.....আমারি স্বপ্ন আজো জেগে রয় আধারো শুন্য চোখে ... যুক্তরাষ্ট্রের টুলেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি খবরের কাগজকে জৈব জ্বালানিতে রূপান্তরের এক পদ্ধতি উদ্ভাবন করেছেন। শুধু তা-ই নয়, গবেষকেরা আরও এক বিস্ময়কর তথ্য দিয়েছেন। তাঁরা গবেষণা করে দেখেছেন, পুরোনো এসব খবরের কাগজ ব্যবহার করে গাড়িও চালানো যাবে। গবেষকেরা পুরোনো খবরের কাগজে ‘টিইউ-১০৩’ নামের ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন। এ ব্যাকটেরিয়া সংবাদপত্রে থাকা সেলুলোজকে বিউটানলে রূপান্তর করতে পারে।
আর বিউটানলকে সহজেই গ্যাসোলিনে রূপান্তর করা সম্ভব। সেলুলোজ সাধারণত সবুজ উদ্ভিদে পাওয়া যায়। আর এ জৈবপদার্থটি বিউটানলে রূপান্তরের কাজটি দীর্ঘদিন ধরে করা হচ্ছে। ফলে জৈব জ্বালানি তৈরিতে পুরোনো খবরের কাগজও ভালো উপকরণ হতে পারে।
গবেষকদের মতে, ‘টিইউ-১০৩’ ব্যাকটেরিয়া থাকে মানুষের মুখে।
আর এ ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়েই তাঁরা খবরের কাগজে থাকা সেলুলোজকে বিউটানলে রূপান্তর করতে সক্ষম হয়েছেন। গবেষক ডেভিড মুলিন বলেন, খবরের কাগজ ব্যবহার করে গাড়ি চালানোর পদ্ধতি আবিষ্কারের ফলে জৈব বিউটানল তৈরির খরচ বাঁচবে। তা ছাড়া কার্বন ডাই-অক্সাইডও কম নির্গত হবে। আর সবচেয়ে বড় কথা, এ পদ্ধতি সম্পূর্ণ নিরাপদ এবং পরিবেশবান্ধব।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।