জনস্বাস্থ্য রায় সকল তামাকজাত দ্রব্যে
উচ্চ কর আরোপ জরুরি
সকল ধরনের তামাকজাত দ্রব্য মানুষের স্বাস্থ্যের জন্য তিকর। জনস্বাস্থ্যকে রায় বিড়ি,সিগারেট জর্দ্দা,গুলসহ সকল স্বল্পমূল্যে তামাকজাত দ্রব্যের উপর উচ্চকর আরোপ করা প্রয়োজন । আজ সকালে জাতীয় প্রেস কাবের সামনে বাংলাদেশ তামাক বিরোধী জোট, মানবিক ও নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এক অবস্থান কর্মসূচীতে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
বক্তারা বলেন, তামাক কোম্পানীগুলোর বিভিন্ন কুটকৌশলের কারনে গত কয়েক বছরে বাংলাদেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা আশংকাজনকহারে বেড়ে যাচ্ছে। যা দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য উন্নয়নে মারাত্বক বিঘœ সৃষ্টি করছে।
বর্তমানে তামাক ব্যবহারকারীর সংখ্যা আশংকাজনক হারে বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে, আইনের দূর্বলতা, কম মূল্যে বিড়ি, সিগারেট, জর্দ্দা, গুল এবং অন্যান্য তামাকজাত দ্রব্যের প্রাপ্তি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য দিন দিন বৃদ্ধি পেলেও প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে বিড়ি-সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্যের দাম। স্বল্পমূল্যে তামাকজাত দ্রব্যে পাওয়ার প্রেেিত দেশের দরিদ্র মানুষরা বেশি বেশি তামাক ব্যবহারের উদ্ধুদ্ধ হচ্ছে।
বক্তারা বলেন প্রতিবছর দেখা যায়, দরিদ্রদের সমস্যা হবে অজুহাত দেখিয়ে বিড়ি, সিগারেট, জর্দ্দা, গুলসহ বিভিন্ন দ্রব্যের উপর কর আরোপ হতে বিরত থাকা হয়। ফলে প্রতিবছর সরকার জনস্বাস্থ্য উন্নয়নে যে উদ্দেশ্য নিয়ে যে সকল কার্যক্রম গ্রহণ করছে সে উদ্দেশ্য প্রত্য এবং পরোভাবে বিফল হচ্ছে।
অন্যদিকে তামাক কোম্পানীগুলো সরকারের জনস্বাস্থ্য উন্নয়নমূলক নীতির তোয়াক্কা না করে বিড়ি সিগারেট, জর্দ্দা, গুলের মতো তামাকজাত দ্রব্যের বাজার সৃষ্টিতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। যা সরকারের জনস্বাস্থ্য রার কার্যক্রমকে ব্যহত করছে।
বক্তারা সমাবেশে তামাকজাতীয় তিকর পণ্য নিয়ন্ত্রণে যে কোন ধরনের নমনীয়তা গ্রহণ বর্জন করা, উচ্চমূল্যের সিগারেটের ও অন্যান্য তামাকের উপর কর বৃদ্ধি অব্যাহত রাখা এবং বিড়ি, সিগারেট, জর্দ্দা,গুলসহ সকল কমদামের তামাকজাত দ্রব্যের উপর উচ্চ কর আরোপ করার দাবি জানান। সভায় বক্তব্য রাখেন নিরাপদের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, আমিনুল রসুল, উন্নয়ন ধারা, রানীর ফজলুল হক, নাটাবের খলিলুর রহমান, গ্রীন মাইন্ডের আমির হাসান, সিটিজেন রাইটস মুভমেন্টের তুষার রেহমান,আইএফপির আরিফুর রহমান, ডাবিউবিবি ট্রাস্ট-র আমিনুল ইসলাম সুজন, বাংলাদেশ তামাক বিরোধী জোট দপ্তর সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম প্রমুখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।