আমাদের কথা খুঁজে নিন

   

সন্ত্রাসীদের লক্ষ্য আইপিএলের বিদেশি ক্রিকেটাররা!

আমি অতি সাধারন কিন্তু আসাধারন কাজ করতে ভালবাসি

মার্কিন বাহিনীর হামলায় ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর সন্ত্রাসীদের আক্রমণের লক্ষ্য ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলে অংশ নেওয়া বিদেশি তারকা ক্রিকেটাররা। টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে। খবরে বলা হয়, সন্ত্রাসীদের আক্রমণের লক্ষ্যে থাকা ৬৫ বিদেশি ক্রিকেটারের মধ্যে আছেন শেন ওয়ার্ন, ডি ভিলিয়ার্স, অ্যান্ড্রু সাইমন্ডস, অ্যাডাম গিলক্রিস্ট, ড্যানিয়েল ভেট্টোরি, ডেভিড হাসি, জ্যাক ক্যালিস, পল ডুমিনি, কেভিন পিটারসেন ও কাইরন পোলার্ড। আক্রমণের আশঙ্কা থাকায় আইপিএলে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটার, অতিথি ও আইপিএল ভেন্যুতে নিরাপত্তা জোরদার করতে মুম্বাই পুলিশকে চিঠি দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা ইনটেলিজেন্স ব্যুরো (আইপি)। গোয়েন্দা সংস্থার চিঠির ভিত্তিতে আইপিএল ক্রিকেটারদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ক্রিকেটারদের চলাফেরাও সীমিত করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে বিদেশি ক্রিকেটাররা রাতে বাইরে ঘুরতে যেতে পারবেন না। এমনকি স্থানীয় নিরাপত্তা কর্মকর্তার অনুমতি ব্যতীত কেউ হোটেল চত্বরে হাঁটাহাঁটিও করতে পারবেন না। মুম্বাইয়ের উপপুলিশপ্রধান রাজকুমার ভতকার বলেন, আইপিএলের অনুমতিপত্র ব্যতীত কেউ আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হবে। ওয়েবসাইট।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.