আমাদের কথা খুঁজে নিন

   

আমরা মা-দিবসকে ঘেন্না করি

যা বলবো সত্য বলবো, তবে সব সত্য বলবো না।

মা-কে যারা নিজেদের কাছে রাখে না, বৃদ্ধ বয়সে মা-কে যারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, অথবা নিজের কাছ থেকে দূরে ‎কোথাও রাখে, গ্রামের বাড়ি, দূরের কোন আত্মীয়ের বাড়ি, অথবা অন্য কোথাও- পাছে তাদের দাম্পত্য জীবনের সুখ বিনষ্ট ‎হবে, তাদের বিরক্ত করবে ইত্যাদি কারণে মা-কে দূরে রেখে যারা সারাটি বছর পশুত্বের পরিচয় দেয়, তাদের উচিত বছরে ‎একটি দিনের জন্য হলেও মনুষ্যত্বের পরিচয় দেয়া, মায়ের খবরাখবর নেয়া, তাকে উপহার-উপঢৌকন দেয়া ইত্যাদি। ‎পক্ষান্তরে যারা মুসলমান বা যারা মুসলমানের ন্যায় মা-কে নিজেদের কাছে রাখে, তাদের সুস্থতা-অসুস্থতার প্রতিনিয়ত খবর ‎নেয়, তাদের শ্রদ্ধা ও মহব্বত করে, তাদের বছরের বিশেষ কোন দিনে মাকে দেয়ার কিছু থাকে না। তাদের কাছে বছরের ‎প্রতিটি দিনই মা-দিবস, যাবত মা বেচে আছেন। তাই বছরের তিনশত চৌষট্টি দিন মায়ের সাথে পশুর ন্যায় আচরণ করে ‎একটি মাত্র দিনে তার সাথে মনুষ্যত্বের পরিচয় দেয়ার জন্য মা-দিবস পালন করাকে আমরা ঘেন্না করি। আসুন আমরা ‎মুসলমান হই, ইসলামি নির্দেশনা মোতাবেক নিজেদের জীবন গড়ি, তাহলে যেমন আমাদের মায়েরা সুখী হবে, তেমনি সুখী ‎হবো আমরা মা অথবা বাবা হিসেবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.