আমাদের কথা খুঁজে নিন

   

‘নারী দিবসকে কলঙ্কিত করা হয়েছে’

শনিবার বিকালে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগরের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আমীর খসরু বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকায় মহিলা দলের র‌্যালিতে সরকার বাধা দিয়ে নারী দিবসকে কলঙ্কিত করেছে।

“মুখে নারী অধিকার নিয়ে কথা বললেও প্রকৃতপক্ষে তারা নারীদের অধিকার হরণ করে চলেছে। বিগত দিনে বিরোধী দলের আন্দোলন-সংগ্রামে সরকার রাজপথে নারীদের যেভাবে নির্যাতন করেছিল তা ইতিহাসে নিকৃষ্টতম।

সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নারী দিবস উপলক্ষে মহিলা দলের নেতাকর্মীরা শোভাযাত্রা বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

চট্টগ্রামের সমাবেশে আমীর খসরু বলেন, নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে সামাজিক বৈষম্য দূর করে জাতীয়ভাবে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

“বাংলাদেশের বৃহৎ দুই রাজনৈতিক দলের প্রধান নারী হলেও প্রকৃতপক্ষে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ এখনও কম। ”

সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, চ্টগ্রাম নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন ও সহ-সভাপতি আবু সুফিয়ান বক্তব্য দেন।

সমাবেশ শুরুর আগে আমীর খসরুর নেতৃত্বে নারী দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা নসিমন ভবন সংলগ্ন নূর আহমদ সড়কসহ কয়েকটি সড়ক প্রদিক্ষণ করে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.