সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
গতকাল সপ্তাহের প্রথম দিনে পুঁজিবাজারের সাধারণ সূচক ২৮৭ পয়েন্ট হারায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজও তার পুনরাবৃত্তি ঘটে। রোববারও দরপতনের পর মতিঝিলে ডিএসইর সামনে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা।
আজও তা অব্যাহত থাকায় পুনরায় বিক্ষোভে নামে তারা। লেনদেনের শুরু থেকেও সূচক কমতে থাকে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় সাধারণ সূচক ২০০ পয়েন্ট কমে যাওয়ার পর বিক্ষোভে নেমেছে বিনিয়োগকারীরা। দুপুর ১২টা ৪ মিনিটে সূচক ছিলো ৫৪৯৭ পয়েন্ট। সূচক কমতে থাকায় বিক্ষোভে ফেটে পরে বিনিয়োগকারীরা। তারা পুঁজিবাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন।
খণ্ড খণ্ড মিছিলের পাশাপাশি একটি দল গতকালের ঘোষণা অনুযায়ী ডিএসইসির সামনের সড়কে অনশনেও বসেছে।
দরপতনের জন্য তারা পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ব্যর্থতাকে দায়ী করে এর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।