আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকজন বিশিষ্ট সমর্থকেরা কথা



আমাদের অফিসে একজন সামছু ভাই আছেন। খুব ক্ষ্যাপা লোক। তিনি যদি কিছু বলেন, তবে তা খুব হিসাব করেই বলেন এবং যা বলবেন তাই। ভদ্রলোক তর্কও করতে পারেন ভালো। আগে তার আরেকটি গল্প বলে নিই।

তার বাড়ি শিবচর উপজেলা। এটা মাদারীপুরের একটি উপজেলা, পানিবহুল এলাকা। তো একদিন তিনি ঘোষনা দিলেন, শিবচরে যত পানি আছে, সারা বঙ্গোপসাগরেও তত পানি নেই। তাকে বোঝানো হলো, সামছু ভাই, শিবচর উপজেলাটি পদ্মা নদীর সাথে লাগোয়া, বর্ষাকালে হয়তো নদী আর ভূখন্ড মিলেমিশে একাকার হয়ে যায়। তাই হয়তো আপনি এ রকম মনে করছেন।

কেন শোনে কার কথা, তার ওই একই কথা। যাই হোক, আমরা রণে ভঙ্গ দিলাম। আমাদের এই সামছু ভাই আবার ফুটবলে আর্জেন্টিনার কট্টর সমর্থক। তার ধারণা, কাপ এবার আর্জেন্টিনাই নেবে। বাংলাদেশে তিনি আবাহনীর সাপোর্টার।

ভোট দেন নৌকা মার্কায়। তবে ক্রিকেটে তিনি পাকিস্তান বলতে অজ্ঞান। জান-জীবন দিয়ে দেবেন, তবু তিনি পাকিস্তানের খেলা দেখবেনই। আর্জেন্টিনা-আবাহনী-আওয়ামী লীগ, এ পর্যন্ত হয়তো বেঠিক ছিল না। কিন্তু এর সঙ্গে পাকিস্তান, ঠিক যায় না।

কেউই মেলাতে পারেন না। এসব বৈপরীত্যের কারণে অনেকে তাকে কোপা সামছু বলেও থাকেন। আর তার ভাষায়, পাকিস্তানী খেলোয়ারদের নাকি তাকদ বেশি। এই শব্দটার অর্থ কী? আমার ধারণা, যারা মৌলিক খেলায় বিশ্বাসী, তারা ব্রাজিলের সমর্থক, ক্রিকেটে তারা ওয়েস্ট ইন্ডিজ সমর্থন করেন। আর তারা আবাহনী করতেও পারেন, নাও করতে পারেন।

আমার লাইন অবশ্য এ রকম। তাহলে যারা মৌলিকত্বে অবিশ্বাসী, তারা কী আর্জেন্টিনার সাপোর্টার? আমি জানি না। হতেও পারে, নাও হতে পারে। তবে দুএকজন আর্জেন্টিনার সার্পোটার আছেন, তারা কিছুটা হলেও ফুটবল বোঝেন বলে আমার ধারণা। কিন্তু মনে রাখবেন, এই সামছু ভাইয়েরা কিন্তু সংখ্যায় অনেক।

এই সামছু ভাই সম্প্রতি ঘোষনা দিয়েছেন, প্রথম পৃষ্ঠায় প্রতিদিন ম্যারাডোনার ছবি বড় করে দিতে হবে। তাতে নাকি আমাদের পত্রিকা ১০ হাজার বেশি বিক্রি হবে। আমি সামছ ভাইকে বললাম, আপনি এই পরামর্শটা অন্য কোনো পত্রিকাকে দেন, যাদের পত্রিকা চলে না, যাদের সার্কুলেশন দরকার। আমাদের অফিসে আরও একজন আর্জেন্টিনা সমর্থকদের কথা বলতে পারি। এদের একজন সম্প্রতি বলেছেন, তিনি ব্রাজিল সমর্থন না করলেও এর ইংরেজি বানানের প্রথম দিন অক্ষর ঠিকই পছন্দ করেন।

তিনি নাকি ব্রাজিলের খেলার সময় শুধু গ্যালারির দিকে তাকিয়ে থাকেন। তার আফসোফ, এবার দক্ষিণ আফ্রিকায় ঠান্ডা বেশি পড়েছে, ততটা সুবিধা হচ্ছে না। আর বেরসিক ক্যামেরাম্যানরা একটু গ্যালারি দেখায় না। তারা নাকি ক্যামেরা মাঠের দিকে ধরে নিজেরা গ্যালারির দিকে তাকিয়ে থাকে!! আর্জেন্টিনার সমর্থকদের আরও নানান কান্ড শোনাবো আরেকদিন। অপেক্ষায় থাকুন.......


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.