আমাদের কথা খুঁজে নিন

   

একজন বিশিষ্ট জড় পদার্থ

আমিও সুরের মত মিলিয়ে যাবো। ততদিন পর্যন্ত পাওয়া যাবে paintlove@gmail.com এ... বড় অসময়ে হয়তো তুমি খুঁজে পেয়েছ আমায়, কিন্তু, জীবন এখন মুখোমুখি দাড়িয়ে কঠিন বাস্তবতার। ধুঁকে ধুঁকে আমি এখন একজন বিশিষ্ট জড় পদার্থ। তোমার জন্য যত্ন করে রেখে দেয়া রোমান্টিসিজম, উড়ে গেছে কর্পূরের মত এতটা বছর জমিয়ে রেখে। কিন্তু এখন আসলেই বড় দুঃসময়।

হয়তো তোমার জন্যই করেছি অপেক্ষা এতটা বছর, কিন্তু, বেরসিক প্রকৃতি চায়না এ মিলন। ভুলে ভরা এ জীবনে চলেছি গেয়ে দুঃখবিলাসী গান। আমার অতল ভালোবাসা যখন রেখেছি তখন পাইনি তোমায়, আমি এখন জীবনযুদ্ধে পরাজিত এক সৈনিক। অথচ তোমার ভরা যৌবন এ কোন অসময়ে ভালোবাসা আসে? তাই এখন আসলেই বড় দুঃসময়। আমি প্রশ্ন করি নিজেকে বার বার, কিন্তু, বুঝে করি না বোঝার সূক্ষ্ম অভিনয়।

আমি পারিনা নিজের সুখের প্রয়োজনে একটি তাজা প্রাণকে হত্যা করতে। তাই আমি থাকি নীরব, আগের মতই বয়ে চলি শত দুঃখের ভার, ধুঁকে ধুঁকে হয়ে উঠি একজন বিশিষ্ট জড় পদার্থ। কারণ, এখন আসলেই বড় দুঃসময়। ০২ আগস্ট ২০১১ দুপুর ১টা ১২ মিনিট সিদ্ধেশ্বরী, ঢাকা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.